এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৬-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৬-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে আগামীকাল ---কাতারের ব্যবস্থাপনায় আজ আসছে জার্মানির এয়ার এ্যাম্বুলেন্স

 

* যুক্তরাজ্য থেকে দেশে এসে হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান

 

* বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সকল মসজিদে অনুষ্ঠিত হলো বিশেষ  মোনাজাত--- অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

 

* ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে ভারত --- জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

 

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান নির্বাচন কমিশনের

 

* যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বাবা-মায়ের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার নিয়ে মামলার শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট 

 

* এবং  বিশাখাপত্তমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওডিআই ক্রিকেট ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে স্বাগতিক ভারত

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ফটোসপে মাস্টার হতে চাইলে নিচে দেওয়া শর্টকাট গুলো শিখে রাখুন 

 ফটোসপে মাস্টার হতে চাইলে নিচে দেওয়া

শর্টকাট গুলো শিখে রাখুন 

PHOTOSHOP ALL SHORTCUT 

1. Tools Shortcut Keys


Move Tool – V

Marquee Tool – M

Lasso Tool – L

Quick Selection / Magic Wand – W

Crop Tool – C

Eyedropper Tool – I

Spot Healing Brush – J

Brush Tool – B

Clone Stamp – S

History Brush – Y

Eraser Tool – E

Gradient / Paint Bucket – G

Blur / Sharpen / Smudge – R

Dodge / Burn / Sponge – O

Pen Tool – P

Type Tool – T

Direct Selection Tool – A

Shape Tool – U

Hand Tool – H

Zoom Tool – Z

Default Color – D

Swap Color – X


2. File Menu Shortcut Keys


New File – Ctrl + N

Open – Ctrl + O

Close – Ctrl + W

Save – Ctrl + S

Save As – Shift + Ctrl + S

Print – Ctrl + P

Quit Photoshop – Ctrl + Q


3. Layers Shortcut Keys


New Layer – Shift + Ctrl + N

Duplicate Layer – Ctrl + J

Merge Layer – Ctrl + E

Merge Visible – Shift + Ctrl + E

Toggle Layer Visibility – Alt + Click Eye

Create Clipping Mask – Ctrl + Alt + G

Select All Layers – Ctrl + Alt + A


4. Edit Menu Shortcut Keys


Undo – Ctrl + Z

Step Backward – Ctrl + Alt + Z

Cut – Ctrl + X

Copy – Ctrl + C

Paste – Ctrl + V

Free Transform – Ctrl + T

Fill – Shift + F5


5. View Shortcut Keys


Zoom In – Ctrl + +

Zoom Out – Ctrl + -

Fit on Screen – Ctrl + 0

Actual Pixels (100%) – Ctrl + 1

Hide Panels – Tab

Rulers – Ctrl + R

Guides – Ctrl + ;


6. Selection Shortcut Keys


Select All – Ctrl + A

Deselect – Ctrl + D

Reselect – Shift + Ctrl + D

Inverse Selection – Shift + Ctrl + I

Feather – Shift + F6


7. Text Shortcut Keys


Increase Text Size – Ctrl + Shift + >

Decrease Text Size – Ctrl + Shift + <

Bold – Ctrl + Shift + B

Italic – Ctrl + Shift + I

All Caps – Ctrl + Shift + K


8. Color & Brush Shortcut Keys


Brush Size Increase – ]

Brush Size Decrease – [

Brush Hardness Increase – Shift + ]

Brush Hardness Decrease – Shift + [

Eyedropper Hold – Alt


9. Quick Useful Shortcuts


Duplicate Layer – Ctrl + J

New Layer – Shift + Ctrl + N

Free Transform – Ctrl + T

Deselect – Ctrl + D

Move Tool – V

Brush Tool – B

Zoom – Z

তালমাখনা: ১৮টি জাদুকরী উপকারিতা, খাওয়ার সঠিক নিয়ম *************

 

তালমাখনা: ১৮টি জাদুকরী উপকারিতা, খাওয়ার সঠিক নিয়ম
*************


****************************************
★প্রকৃতির ভাণ্ডারে এমন কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে যা আমাদের আধুনিক চিকিৎসার সীমাবদ্ধতাকেও হার মানাতে পারে। এমনই এক শক্তিশালী ভেষজ হলো তালমাখনা (Talmakhana)। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় এটি হাজার বছর ধরে পুরুষের যৌন স্বাস্থ্য পুনরুদ্ধার, লিভারের সুরক্ষা এবং বাতের ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে।

তালমাখনা বা কোকিলাক্ষ কী?
তালমাখনা মূলত একটি জলজ বা জলাভূমির উদ্ভিদ। উদ্ভিদবিজ্ঞান বা বোটানিকল নাম অনুযায়ী একে ‘হাইগ্রোফিলা অরিকুলাটা’ (Hygrophila auriculata) বা ‘অ্যাসটারাক্যান্থা লঞ্জিফোলিয়া’ (Asteracantha longifolia) বলা হয়। এটি মূলত ‘অ্যাকান্থেসি’ (Acanthaceae) পরিবারের অন্তর্ভুক্ত একটি ভেষজ।

কেন এর নাম ‘কোকিলাক্ষ’?
সংস্কৃত ভাষায় তালমাখনাকে ‘কোকিলাক্ষ’ (Kokilaksha) বলা হয়। ‘কোকিলা’ অর্থ কোকিল পাখি এবং ‘অক্ষ’ অর্থ চোখ। তালমাখনার ফুলগুলো দেখতে অনেকটা কোকিল পাখির চোখের মতো গাঢ় বেগুনি বা লালচে রঙের হয় বলে এর এমন নামকরণ।

ভেষজ পরিচিতি ও প্রাপ্তিস্থান
এটি সাধারণত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাশয়ের ধারে বা নিচু জমিতে আগাছা হিসেবে জন্মে। এর কাণ্ড রোমশ এবং গায়ে কাঁটা থাকে। তবে তালমাখনার সবচেয়ে কার্যকরী অংশ হলো এর বীজ (Seeds)। এই বীজগুলো ছোট, চেপটা এবং কালচে বাদামী রঙের। এগুলো পানিতে ভেজালে তোকমা দানা বা ইসবগুলের মতো পিচ্ছিল ও আঠালো হয়ে যায়, যা আয়ুর্বেদে ‘পিচ্ছিল’ গুণ হিসেবে পরিচিত।

তালমাখনার স্বাস্থ্য উপকারিতা
আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আয়ুর্বেদ উভয়েই তালমাখনার বহুবিধ গুণের কথা স্বীকার করেছে। নিচে এর ১৮টি প্রধান উপকারিতা বিস্তারিত আলোচনা করা হলো।

ক. পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতি
পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে তালমাখনা একটি ‘বাজীকরণ’ (Aphrodisiac) ভেষজ হিসেবে স্বীকৃত।

১. শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি (Sperm Count): আধুনিক জীবনযাত্রা ও স্ট্রেসের কারণে অনেকেরই ‘অলিগোস্পার্মিয়া’ বা শুক্রাণুর স্বল্পতা দেখা দেয়। তালমাখনার ইথানোলিক নির্যাস টেস্টিসে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে (Spermatogenesis) ত্বরান্বিত করে এবং শুক্রাণুর ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

২. যৌন সক্ষমতা ও টেস্টোস্টেরন হরমোন: এটি পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন (Testosterone) এর মাত্রা প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে। শরীরে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি বাড়িয়ে এটি লিবিডো বা কামশক্তি পুনরুদ্ধার করতে সহায়ক।

৩. ধাতু দুর্বলতা ও অকাল বীর্যপাত রোধ: তালমাখনার বীজ অত্যন্ত পুষ্টিকর এবং এটি বীর্যকে গাঢ় করতে সাহায্য করে। এটি স্নায়বিক দুর্বলতা কমিয়ে বীর্যপাতের সময়কাল দীর্ঘায়িত করতে পারে, যা ইরেকটাইল ডিসফাংশন (ED) সমস্যা সমাধানে কার্যকর।

খ. বাত ও ব্যথানাশক
বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টে ব্যথা বা বাত একটি সাধারণ সমস্যা।

৪. ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ: রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গিঁটে গিঁটে ব্যথা বা ‘গাউট’ (Gout) হয়। আয়ুর্বেদে একে ‘বাতিরক্ত’ বলা হয়। তালমাখনার ডাইইউরেটিক (Diuretic) বা মূত্রবর্ধক গুণ থাকায় এটি কিডনির মাধ্যমে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দেয়।


৫. প্রদাহনাশক: এর ব্যথানাশক উপাদানগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফোলা ভাব ও ব্যথা কমাতে দারুণ কাজ করে।

গ. লিভার ও জন্ডিস নিরাময়

৬. লিভার সুরক্ষা: তালমাখনা লিভারের জন্য টনিকের মতো কাজ করে। এটি লিভার সেল বা হেপাটোসাইটগুলোকে বিষাক্ত পদার্থ (Toxins) থেকে রক্ষা করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লিভারের সুরক্ষায় এটি ‘সিলিমারিন’ (Silymarin) এর মতোই কার্যকর ভূমিকা পালন করতে পারে।


৭. জন্ডিস প্রতিরোধ: জন্ডিস হলে বা বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তালমাখনার নির্যাস অত্যন্ত উপকারী। এটি পিত্তরস নিঃসরণ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

ঘ. ডায়াবেটিস বা বহুমূত্র নিয়ন্ত্রণ

৮. ইনসুলিন উৎপাদন: তালমাখনা অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা কোষগুলোকে উজ্জীবিত করে ইনসুলিন উৎপাদন বাড়াতে পারে। এতে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।


৯. অক্সিডেটিভ স্ট্রেস কমায়: ডায়াবেটিস রোগীদের শরীরে যে জারণ ঘটিত ক্ষতি (Oxidative Stress) হয়, তালমাখনার অ্যান্টি-অক্সিডেন্ট তা প্রতিরোধ করে।

ঙ. নারীদের শ্বেতপ্রদর বা লিকোরিয়া
বেশিরভাগ আলোচনায় এটি বাদ পড়ে যায়, কিন্তু নারীদের জন্যও তালমাখনা উপকারী।

১০. শ্বেতপ্রদর নিরাময়: নারীদের জরায়ুর দুর্বলতা বা সংক্রমণের কারণে শ্বেতপ্রদর বা সাদা স্রাবের সমস্যা দেখা দিলে তালমাখনা পাউডার দুধের সাথে সেবন করলে উপকার পাওয়া যায়।


১১. রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া: এতে প্রচুর আয়রন থাকায় গর্ভাবস্থার পরে বা মাসিকের সময় হওয়া রক্তস্বল্পতা পূরণে এটি সহায়ক।

চ. মূত্রনালীর সংক্রমণ ও কিডনি পাথর

১২. মূত্রবর্ধক: এটি প্রাকৃতিকভাবে প্রস্রাবের পরিমাণ বাড়ায়। ফলে মূত্রনালীর সংক্রমণ (UTI) এবং প্রস্রাবের জ্বালাপোড়া কমে যায়।


১৩. পাথর অপসারণ: ছোট আকারের কিডনি পাথর বা ব্লাডার স্টোন (মূত্রথলির পাথর) গলাতে এবং প্রস্রাবের সাথে বের করে দিতে এটি সাহায্য করে।

ছ. মানসিক স্বাস্থ্য ও বিষণ্ণতা

১৪. অ্যাডাপ্টোজেনিক গুণ: তালমাখনা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্ট্রেস বা দুশ্চিন্তা কমায়। এটি হতাশা (Depression) কাটাতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে।

অন্যান্য উপকারিতা:

১৫. হজমের সমস্যা: এটি হজমশক্তি বাড়ায় এবং পেটের গ্যাস বা ব্লটিং কমায়।


১৬. রোগ প্রতিরোধ ক্ষমতা: শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে।


১৭. হাঁপানি বা এজমা: এর পাতার নির্যাস শ্বাসনালীর প্রদাহ কমিয়ে শ্বাসকষ্ট উপশম করে।


১৮. পুষ্টিহীনতা বা অ্যানোরেক্সিয়া: যারা অপুষ্টিতে ভুগছেন বা খাবারের রুচি নেই, তাদের জন্য এটি পুষ্টিকর সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে।

আর্য়ুবেদে তালমাখনার গুরুত্ব ও বৈশিষ্ট্য
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কোনো ভেষজের কার্যকারিতা তার স্বাদ ও গুণের ওপর নির্ভর করে। তালমাখনার আয়ুর্বেদীয় বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:

রস (Taste): মধুর (মিষ্টি) ও তিক্ত (তেতো)।
গুণ (Quality): স্নিগ্ধ (তৈলাক্ত/মসৃণ) এবং পিচ্ছিল (Slimy)।
বীর্য (Potency): শীতল (Cold Potency)। এটি শরীরের অতিরিক্ত তাপ কমায়।
বিপাক (Post-digestive effect): মধুর।
দোষ কর্ম (Effect on Dosha): এটি প্রধানত ‘বাত’ এবং ‘পিত্ত’ দোষ প্রশমিত করে, কিন্তু অতিরিক্ত সেবনে ‘কফ’ দোষ বাড়াতে পারে।

তালমাখনা খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ
যেকোনো ভেষজ সঠিক নিয়মে না খেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। রোগের ধরন অনুযায়ী তালমাখনা খাওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে।

পদ্ধতি ১: পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য
এই পদ্ধতিটি ধাতু পুষ্টি এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য সেরা।

উপকরণ: তালমাখনা চূর্ণ (Powder), অশ্বগন্ধা চূর্ণ, শতমূলী চূর্ণ এবং দুধ।
নিয়ম: ১ চা চামচ তালমাখনা চূর্ণ, ১/২ চা চামচ অশ্বগন্ধা এবং ১ গ্লাস কুসুম গরম দুধ একসাথে মিশিয়ে নিন। স্বাদের জন্য মিছরি যুক্ত করতে পারেন।
সেবন বিধি: রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে সেবন করুন।

পদ্ধতি ২: মূত্রনালীর সংক্রমণ ও কোষ্ঠকাঠিন্য দূর করতে
উপকরণ: ৩-৪ গ্রাম আস্ত তালমাখনা বীজ।
নিয়ম: রাতে ১ গ্লাস পানিতে বীজগুলো ভিজিয়ে রাখুন। সকালে দেখবেন এটি ফুলে পিচ্ছিল জেলের মতো হয়ে গেছে।
সেবন বিধি: সকালে খালি পেটে চিনি বা শরবত মিশিয়ে পান করুন। এটি পেট ঠান্ডা রাখে।
পদ্ধতি ৩: বাত ও ব্যথার জন্য
এর মূল বা পাতার ক্বাথ (সেদ্ধ করা পানি) বাতের ব্যথায় বিশেষ উপকারী। দিনে ১০-১৫ মি.লি. ক্বাথ চিকিৎসকের পরামর্শে খাওয়া যেতে পারে।
সঠিক ডোজ
চূর্ণ (Powder): ১ থেকে ৩ গ্রাম (দিনে ১-২ বার)।
বীজ: ৩ থেকে ৫ গ্রাম।
অতিরিক্ত সেবন কখনোই উচিত নয়।

তালমাখনার অপকারিতা ও সতর্কতা
বেশিরভাগ তথ্যে তালমাখনার উপকারিতার কথাই বলা হয়, কিন্তু এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা “Disadvantages” রয়েছে যা জানা অত্যন্ত জরুরি। এটি ১০০% নিরাপদ ভাবা ভুল হবে যদি না সঠিক মাত্রায় ব্যবহার করা হয়।

১. হজমের সমস্যা ও পেট ভার


তালমাখনা ‘গুরুপাক’ অর্থাৎ এটি হজম হতে সময় নেয় এবং প্রকৃতিগতভাবে পিচ্ছিল। অতিরিক্ত সেবনে পেট ফাঁপা, ক্ষুধামন্দা বা পেট ভার হয়ে থাকার অনুভূতি হতে পারে। যাদের কফ দোষের সমস্যা আছে বা হজমশক্তি দুর্বল, তাদের এটি কম খাওয়া উচিত।

২. গর্ভাবস্থায় সতর্কতা


গর্ভবতী নারীদের জন্য তালমাখনা সেবন কঠোরভাবে নিষিদ্ধ হতে পারে অথবা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এটি জরায়ুর ওপর প্রভাব ফেলতে পারে, যা গর্ভাবস্থায় ঝুঁকির কারণ হতে পারে।

৩. ওষুধের সাথে প্রতিক্রিয়া


যেহেতু এটি প্রাকৃতিকভাবে মূত্রবর্ধক (Diuretic), তাই যারা আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যার জন্য মূত্রবর্ধক ওষুধ খাচ্ছেন, তারা তালমাখনা সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেবেন। এটি শরীরে পটাশিয়ামের মাত্রা প্রভাবিত করতে পারে।

৪. অ্যালার্জি


কিছু মানুষের ভেষজ উদ্ভিদে অ্যালার্জি থাকে। শরীরে র‍্যাশ বা চুলকানি দেখা দিলে সেবন বন্ধ করুন।

ঘ্রাণ ক্ষমতা কমে যাওয়ার সাধারণ কারণ ও হোমিও ঔষধ ~

 🎍🌿 ঘ্রাণ ক্ষমতা কমে যাওয়ার সাধারণ কারণ ও হোমিও ঔষধ ~


নাকে ঘ্রাণ কম হওয়াকে চিকিৎসা ভাষায় Hyposmia (হাইপোস্মিয়া) বলা হয়। এটি হঠাৎ বা ধীরে ধীরে হতে পারে। কারণ অনেকগুলো—নিচে সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ কারণগুলো দেওয়া হলো:


🌿 ঘ্রাণ ক্ষমতা কমে যাওয়ার সাধারণ কারণ


1️⃣ সর্দি–জ্বর বা ভাইরাল ইনফেকশন


নাক বন্ধ


নাকে ফোলা


মিউকাস জমে ঘ্রাণের পথ বন্ধ হয়ে যায়

→ সাধারণত সেরে ওঠে ১–২ সপ্তাহে।


---


2️⃣ সাইনাস ইনফেকশন (Sinusitis)


নাক ভারী


মাথা ব্যথা


নাকে পুঁজ বা কফ জমে থাকা

→ দীর্ঘমেয়াদি হলে ঘ্রাণ কমে যায়।


---


3️⃣ নাকের পলিপ (Nasal Polyp)


নাকে মাংসের মতো গ্রোথ


নাক বন্ধ লাগে


শ্বাস নিতে কষ্ট

→ ঘ্রাণ প্রায় ৮০–৯০% কমে যায়।


---


4️⃣ ধুলাবালি, ধোঁয়া, অ্যালার্জি (Allergic Rhinitis)


নাকে চুলকানি, হাছি


নাক দিয়ে পানি


উপসর্গ বাড়লে ঘ্রাণ কমে যায়


---


5️⃣ কোভিড বা অন্য ভাইরাল সংক্রমণ পরবর্তী সমস্যা


করোনা বা ভাইরাল ফ্লু-এর পর ২–৮ সপ্তাহ পর্যন্ত ঘ্রাণ কম থাকতে পারে


অনেকের ক্ষেত্রে ৩ মাসও লাগতে পারে


---


6️⃣ বয়সের কারণে (Age-Related)


বয়স বেশি হলে ঘ্রাণ কোষ দুর্বল হতে থাকে


ধীরে ধীরে ঘ্রাণ শক্তি কমে যায়


---


7️⃣ সিগারেট / তামাক / ধোঁয়া


ঘ্রাণ কোষ সংবেদনশীলতা হারায়


দীর্ঘদিনে ঘ্রাণ পুরোপুরি হারাতে পারে


---


8️⃣ নাকের ভেতরে বাঁক (Deviated Septum)


নাকে সবসময় জট


শ্বাস নিতে সমস্যা


ঘ্রাণ কমে যায়


---


9️⃣ মস্তিষ্ক বা স্নায়বিক সমস্যা


(দুর্লভ) যেমন—


মাথায় আঘাত


নিউরোলজিক সমস্যা


Alzheimer, Parkinson

এসবেও ঘ্রাণ কমে যেতে পারে।


---


🌿 কখন চিকিৎসকের কাছে যেতে হবে?


ঘ্রাণ একদম চলে গেলে


২–৩ সপ্তাহ ধরে না ফিরলে


মাথাব্যথা + নাক দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ


বারবার সাইনাসের সমস্যা হলে


নাকে পলিপ সন্দেহ হলে


🌿 ঘরে যা করতে পারেন


হালকা গরম পানির ভাপ


নাক পরিষ্কার রাখা (saline wash)


ধুলা–ধোঁয়া এড়িয়ে চলা


তামাক/সিগারেট বন্ধ


অ্যালার্জি থাকলে সতর্কতা


🌿 ঘ্রাণ কমে গেলে হোমিও ঔষধ


1️⃣ Kali Bichromicum


যদি থাকে:


নাক বন্ধ


ঘন আঠালো কফ


সাইনাসের চাপ


দুর্গন্ধযুক্ত সর্দি


বিশেষ চিহ্ন: সর্দি সুতো মতো টানে টানে বের হয়।


---


2️⃣ Pulsatilla


যদি থাকে:


ঠান্ডা লাগার পর ঘ্রাণ কমে যাওয়া


নাক দিয়ে হলদেটে সর্দি


গরমে সমস্যা বাড়ে, ঠান্ডা বাতাসে ভালো লাগে


---


3️⃣ Natrium Muriaticum (Nat-m)


যদি থাকে:


নাকে সবসময় শুকনোভাব


নাক দিয়ে পানি পড়ে


ঘ্রাণ–স্বাদ দুটোই কম


---


4️⃣ Silicea


যদি থাকে:


নাকে পুঁজ


সাইনাস ব্লক


বারবার ঠান্ডা হয়


কম ঘ্রাণ + মাথা ভার


---


5️⃣ Hepar Sulphuris


যদি থাকে:


নাক লাগলেই ব্যথা


সংক্রমণের পর ঘ্রাণ কম


ঠান্ডা বাতাসে খারাপ, গরমে ভালো


---


6️⃣ Thuja Occidentalis


যদি থাকে:


নাকে পলিপ (Nasal polyp)


সবসময় নাক বন্ধ


ঘ্রাণ একদম থাকে না


পলিপের প্রধান ওষুধ


---


7️⃣ Calcarea Carb


যদি থাকে:


নাক সবসময় বন্ধ


সর্দি–কাশি বারবার


গন্ধ বুঝতে সমস্যা


---


8️⃣ Arsenicum Album


যদি থাকে:


ঠান্ডা–অ্যালার্জিতে নাক বন্ধ


নাক দিয়ে পানি পড়ে


ঘ্রাণ কমে যায়


রাত বাড়ার সাথে সাথে সমস্যা বাড়ে


---


9️⃣ Lemna Minor


যদি থাকে:


নাকে পলিপ


সাইনাস ব্লক


ঘ্রাণ প্রায় নেই


সর্দি দুর্গন্ধযুক্ত


এটি পলিপ–সাইনাসে খুব কার্যকর।


---


🔟 Carbo Veg


যদি থাকে:


দীর্ঘদিনের সাইনাস সমস্যা


নাকে সবসময় ভার


গন্ধ বুঝতে কম


গ্যাস + সর্দি একসঙ্গে


✔ কোন ওষুধ কখন? (ঝটপট গাইড)


লক্ষণ সম্ভাব্য ওষুধ


নাকে পলিপ Thuja, Lemna Minor

ঠান্ডার পর ঘ্রাণ কম Pulsatilla, Ars Alb

ঘন আঠালো সর্দি Kali Bich

নাকে শুকনোভাব Nat-m

সাইনাস ব্লক + মাথা ভার Silicea, Kali Bich

ইনফেকশন পর ঘ্রাণ কম Hepar Sulph


⚠️ Notice:All content in this post - including text and images - is owned© Dr. Farhad Hossain | Copying without permission will be reported 🚫 Respect Original Creation ~প্রয়োজনে শেয়ার করে রেখে দিন। 


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911।

শীত_আসার_সঙ্গে_সঙ্গে_হাঁপানি_রোগ_বৃদ্ধি_পায়ঃ

 


শীত_আসার_সঙ্গে_সঙ্গে_হাঁপানি_রোগ_বৃদ্ধি_পায়ঃ-

হাঁপানি বা এ্যাজমা কি ?

দীর্ঘমেয়াদী হাঁপ বা বারবার হাঁপের আক্রমণকে হাঁপানি বলে। হাঁপানি শ্বাসতন্ত্রের ক্রনিক প্রদাহ জনিত ও ক্ষুদ্র শ্বাস নালীর রোগ, যাতে ক্ষুদ্র শ্বাসনালীগুলো সর্বদা প্রদাহজনিত কারণে লাল এবং সংবেদনশীল থাকে। এ সংবেদনশীল ক্ষুদ্র শ্বাসনালীগুলো যদি ঠাণ্ডা, ভাইরাস জীবাণু অথবা হাঁপানি উদ্দীপক অন্য কোন বস্তুর সংস্পর্শে আসে তখন সেগুলোতে প্রতিক্রিয়া জনিত সংকোচন ঘটে ফলে শ্বাস নালী সংকীর্ণ হয়ে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হয় এবং রোগীর শ্বাস কষ্ট হয়।


হাঁপানির কারণঃ

হোমিওপ্যাথি মতে সোরা ও সাইকোসিস উপবিশ এর প্রধান কারণ।যেমন কারো গনোরিয়া বা চর্ম রোগ মলম দিয়ে বা বিসদৃশ পন্থায় চিকিৎসা করার পরে এ রোগটি ফুসফুসে আক্রমণ করলে রোগের নাম হয় হাঁপানি,লিভারে আক্রমণ করলে এর নাম হয় লিভার সিরোসিস, কিডনিতে আক্রমণ করলে এর নাম হয় নেফরোসিস এবং বংশানুক্রমিক বিস্তার লাভ করে।এলার্জির কারণে হাঁপানি হতে পারে।ধূলা, বালি, ফুলের রেণু, পশুপাখির লোম,পালক,বিভিন্ন ধরনের খাদ্য যেমন – ইলিশ মাছ, গরুর মাংস, বেগুন, ডিম ইত্যাদিতে যদি কারো এলার্জি থাকে তবে এগুলোর সংস্পর্শে এলে বা খেলে হাঁপানি হতে পারে। কম্বল, কার্পেট, লোমশ পোশাক অনেক সময় কারণ হতে পারে।যদি কারো বংশে হাঁপানির ইতিহাস থাকে তবে তার হাঁপানি হতে পারে। ধূমপান করলে হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে।

প্রকার ভেদ (Classification) :

ক)ক্রনিক হাঁপানি (Chronic Asthma) : এটা এপিসোডিক হাঁপানি যা বছরের পর বছর রোগীকষ্ট পায়।কিন্তু ভালো সময়ে কিছু পরিমাণ শ্বাস কষ্ট থাকে।কাশি মিউকাস মিশ্রিত থুথু এবং বার বার শ্বাসতন্ত্রের সংক্রামণ দেখা যায়। যখন রোগের অন্য লক্ষণ থাকে না তখনও Bronchi দেখা যায়।হঠাৎ মারাত্মক আকার ধারন করে।

খ)হাঁপানি (Acute severe Asthma) : এ ধরনের খুবই মারাত্মক।এই হাঁপানি থেকে রোগীর মৃত্যু ঘটতে পারে।

উপসর্গ ও লক্ষণ:

নাড়ীর গতি হঠাৎ ১২০ বারের বেশী সেই সাথে পালসাস প্যারাডক্সাস থাকে এবং পরে কমতে থাকে।

এক সাথে পুরো বাক্য বলে শেষ করতে পারে না।সেন্ট্রাল সায়ানোসিস থাকতে পারে।অবসন্নতা,রক্তচাপ প্রথমে বাড়ে পরে কমতে থাকে।ফুসফুসের কোন শব্দ না হওয়া (Silent chest)।মারাত্মক হাঁপানির চিকিৎসার প্রধান কথাই হল রোগীকে দ্রুত বিপদ মুক্ত করতে হবে। হোমিও ঔষধ দিয়ে রোগীকে সাথে সাথে হাসপাতালে পাঠাতে হবে। হোমিও ঔষধে কাজ হলে হাসপাতালে যাওয়ার পূর্বেই রোগী সুস্থ অনুভব করবে।রোগী সহনশীল অবস্থায় ফিরে এলে লক্ষণ ভিত্তিক হোমিও চিকিৎসা করতে হবে।

প্রতিরোধ (Prevention):

রোগীর অভিজ্ঞতা অনুসারে যে যে কারণে (আবহাওয়া,বিশেষ খাদ্য ও পানিয়,গোসল ও পরিবেশ ইত্যাদি) হাঁপানির টান বেড়ে যায় তা থেকে রোগীকে দূরে থাকতে হবে।ধূমপান এবং সব রকমের ধোয়া থেকে রোগীর দূরে থাকা প্রয়োজন।কম্বল,কার্পেট,লোমশ পোশাক,ঘর ঝাড়া,কুকুর,বিড়াল,খরগোস ইত্যাদির মাধ্যমে হাঁপানির সংক্রমণ ঘটতে পারে তাই এ গুলো থেকে দূরে থাকতে হবে।

হাঁপানির রোগীর কারণ ভিত্তিক সদৃশ ঔষধ নির্বাচনঃ-

জন্মগত কারণে হাাঁপানির রোগীর সদৃশ ঔষধঃথুজা,নেট্রাম সাল্ফ,কেলি কার্ব,কার্বো ভেজ ইত্যাদি।

বুকে চাপা বা আঘাতের কারণে হাপনি হলে সদৃশ ঔষধঃআর্ণিকা মন্টেনা, রাস টক্স ইত্যাদি।

গর্ভবতির ধুমপানের কারনে অথবা কৃত্তিম দুধের কারণে হাঁপানি হলে সদৃশ ঔষধঃ এলুমিনা,সোরিনাম ইত্যাদি।

এলার্জিক কারণে হাঁপানি হলে সদৃশ ঔষধঃডলকামারা, রাসটক্স, ব্রাইয়োনিয়া এলবম ইত্যাদি।

রক্তের দূষণের কারণে হাঁপানি হলে সদৃশ ঔষধঃফেরম ফস,সাইলেসিয়া ইত্যাদি।

হাঁপানির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক আলোচনাঃ


এমেন কার্ব:পুরাতন হাপানি সিড়ি বেয়ে দু’এক ধাপ উপরে উঠিলে শ্বাসটান বৃদ্ধি,মুক্ত বায়ুতে রোগীর আরাম বোধ,উষ্মবায়ুতে দম বন্ধের ভাব,মুখ নিলাভ হয় খুকখুক কাশিসহ শ্বাসকষ্ট ও সামান্য পরিশ্রমেই হৃৎস্পন্দন বৃদ্ধি হলে উক্ত ঔষধ জরুরী।


এন্টিম টার্ট:অত্যধিক শ্বাসকষ্টের জন্য রোগী উঠিয়া বসিতে বাধ্য হয়।শেষ রাত্রিতে বিশেষ করে রাত তিনটায় রোগের বৃদ্ধি।বুকের ভিতরপ্রচুর শ্লেষ্মা জমে,ঘড়ঘড় শব্দ করে ,শ্লেষ্মা উঠাইতে পারে না ফলে শ্বাসটান বাড়ে ,কাশির সাথে শ্লেষ্মা উঠিলে আরাম হয় সেই রোগীর জন্য উক্ত ঔষধ জরুরী প্রয়োজন।


আর্সেনিক এলবম:দুর্নিসহ শ্বাসটান,রাত একটার পর রোগের বৃদ্ধি,অত্যধিক উদ্বেগ ও অস্হিরতা শ্বাসরোধ হওয়ার ভয়ে শুইতে ভয় পায়,সারা রাত বসিয়া থাকে,সামান্য নড়াচড়ায় বৃদ্ধি,সিড়ি বেয়ে উপরে উঠিতে পারে না,উত্তাপে ও গরম ঘরে আরাম বেধ হলে আর্সেনিক এলবম প্রয়োগ জরুরী।


কেলি বাইক্রম:শ্বাসনালির প্রদাহসহ হাপানি,কফ আঠাল দড়িরমত,রাত তিন চারটার দিকে হাপানির টান বাড়ে,শীতকালে ও গ্রীষ্মকালে রোগ বাড়ে,সামনের দিকে ঝুকিলে ও দড়িরমত আঠাল কফ বাহির করিতে পারিলে আরাম হয়,রোগী অত্যধিক দুর্বল হলে চোখের উপর পাতা ফোলা ভাব হলে কেলিবাইক্রম জরুরী প্রয়োগ প্রয়োজন।


লোবেলিয়া:বুকের মধে আরষ্টতা বোধ,সামান্য নড়াচড়ায় কষ্ট,পাকাশয়ের উপরে অস্হিরকর দর্বলতা,দ্রুত চলাফেরা করিলে আরাম পাইলে,হাপানি বাড়ার আগে শরীর চিটমিট করে তবে এই ঔষধ প্রয়োজন।


ল্যাকেসিস:হাপাঁনির কারনে নিদ্রা ভাঙ্গ,বুকের উপর সামান্য চাপও সহ্য হয় না,কাশির সাথে সামান্য তরল কফ বাহির হলেও আরাম হয়।ঘুমের পরে রোগের আরাম হলেে,আহারের পরে আরাম হলে এবং গলার কাছে কাপড়ও না রাখতে দিলে,গরম ঘরে রোগ বৃদ্ধি হলে ল্যাকেসিস প্রয়োজন।


ব্রোমিয়াম:সমুদ্রতীরে গেলে হাঁপানি বাড়লে,শ্বাস গ্রহনে কষ্ট হলে,রোগী যদি মনে করে ফুস ফুসে বায়ু প্রবেশ করাইতে পারিলেই আরাম হবে তবে রোগীর জন্য ব্রোমিয়ামই উপযুক্ত ঔষধ।

ইপিকাক:আক্ষেপিক হাঁপানির টানের এটি শ্রেষ্ঠ ঐষধ।বুকের মাঝে সংকোচন বোধ,বুকের মাঝে বুজবুজ শব্দ,দমবন্ধের ভাব,সামান্র নড়াচড়ায় বৃদ্ধি,বুকের মাঝে অনেক কফ,কাশিবার সময় ঘরঘরানি শব্দ,কফ উটিতে চায না,হাঁপানির সাথে বমি ও বোমিভাব,হাতপায়ে ঠান্ডা ঘাম হলে ইপকাক প্রয়োজন।


সালফার:চর্মরোগের কুচিকিৎসার পরেঅর্থাৎ মলম ও বিসদৃষ ঔষধ দ্বারা চিকিৎসার ফলে হাাঁপানি রোগ হলে,মাঝ রাতে শ্বাসটানের বৃদ্ধি হলে মাঝ রাতে ঘুম ভাঙ্গার পর রোগের কষ্ট বুদ্ধি হলে ঘরের দরজা জানালা খুলিয়া দিতে বলে ,মনে করে খোলা বাতাসে আরাম পাবে,মাথা ও পায়ে জ্বালা অনুভব হলে,দুপুরের পুর্বে  পাকাশয়ে শুন্যতা অনুভব হলে সাথে অবসন্ন বোধ করলে সালফার জরুরী প্রয়োজন।


গ্রাফাইটিস:শ্বাসটানের কারনে ঘুম ভাংলে,সামান্য আহারে আরাম পাইলে,রোগী মোটা,শীতকাতর,কোষ্ঠব্ধ হলে,শীত ও গ্রীষ্ম উভই তার জন্য কষ্টকর,গরমঘরেহাাঁপানির বৃদ্ধি,মুক্ত বায়ুতে আরাম হলে গ্রাফাইটিস প্রয়োজন।


এন্টিম আর্স:এমফাইজিমাসহ হাঁটপানি রাগীর প্রবল শ্বাসটান,মুক্ত বায়ুতে আরাম,আহারের পরে ওশয়নকালে শ্বাসটানে বৃদ্ধি হলে এন্টিম আর্স প্রয়োজন।


এপিস মেল:অত্যধিক শ্বাসকষ্ট;রোগী মনে করে সে শ্বাস নিতেই পারবেই না;বাতাস করিতে বলে।শ্বাসের অভাবের সময় গলায় হাত দিতে দেয় না।গরমঘরে শ্বাসটানের বৃদ্ধি।আমবাত সারার পরে হাঁপানির বৃদ্ধি হলে এপিস মেল প্রয়োজন।


কার্বোভেজ:দুর্বল বৃদ্ধহাপানির রোগীর জন্য কার্বোভেজ প্রয়োজন।রোগী মনে করে সে মারাই যাবে।শীতকাতর রোগীঅত্যন্ত শ্বাসটান,শরীর নিরাভ হয়,হৃতপ্রদেশে উদ্বেগ শ্বাস গ্রহনের জন্য শরীরের সর্ব শক্তি প্রয়োগ করে।রোগী হঠাৎ রোগীর শ্বাসটান  শয়নেবৃদ্ধি হয় ।অধিক বায়ুর আশায় পাখার বাতাস চায়।


কুপ্রম মেট: আক্ষেপিক শ্বাসটান দমবন্ধভাব,গলাব্দ হয়,,মুখমন্ডল নিলাভ,হঠাৎ হাপানির বৃদ্ধি রাত ২/৩টায়  হঠাৎ আরাম। মানসিক বিকার জনিত হাঁপানি।রাতের বেলায় মাসিকের পুর্বে রোগের বৃদ্ধি।


ডলকামারা:শীতল ও স্যাতসেতে আবহাওয়ায় হাাঁপানির বৃদ্ধি,সরল ঘরঘরে কাশি,বর্ষাকালে রোগের বৃদ্ধি হলে ।

লাইকোপোডিয়াম:বুকেরমাঝে ঘরঘর শব্দ কাশির সাথে পুজসহ হলুদ কফ।মুক্ত বায়ুতে,চিৎ হয়ে শয়নে,নিদ্রাকালে,সামান্য পরিশ্রমে,অথবা আবদ্ধ গরম ঘরে শ্বাসটানের বৃদ্ধি।পেটের গোলযোগসহ হাঁপানির রোগীর জন্য উপযোগী।

নেট্রাম সাল্ফ:বৃষ্টির দিনে শ্বাসটানের বৃদ্ধি।বুকের মধে ঘরঘরানিসহ শ্বাসটান।প্রাতকালিন উদরাময়সহ হাঁপানির রোগী,প্রমেহ দোষগ্রস্হ রোগী,সকালবেলায় হাপানির বৃদ্ধি ও প্রচুর সবুজাভ কফ।

নাক্স ভোম:খিটখিটে রোগীর অজীর্ণসহ হাপানির রোগী।আহারের পরেপেটে চাপ বোধঅস্হে ও বুকের মাঝে সংকোচন বোধ,কাপড় ঢিলা করে দিলে উদগার উঠিলে উপশম।শীতল বায়ুতে,পরিশ্রমে,সিড়ি বেয়ে উপড়ে উঠিলে হাঁপানির বৃদ্ধি।

হার্টের চিকিৎসায় হোমিওপ্যাথি----

 হার্টের চিকিৎসায় হোমিওপ্যাথি----



চিকিৎসা  বিজ্ঞানকে  যিনি  রোগের  নামের  গোলামী  থেকে  মুক্তি  দিয়েছেন  তাঁর  নাম  হ্যানিম্যান।  এই  কৃতিত্বের  দাবীদার  একমাত্র  তিনি।  হৃদরোগ  বিশেষজ্ঞরা  রোগের  যত  কঠিন  কঠিন  নামই  দেন  না  কেন,  তাতে  একজন  হোমিও  ডাক্তারের  ভয়  পাওয়ার  বা  দুঃশ্চিন্তা  করার  কিছু  নাই। যত চিন্তা তাঁদের যাদের হার্টের ঔষধগুলো ইতর প্রাণীর উপর পরিক্ষীত।  রোগের  লক্ষণ  এবং  রোগীর  শারীরিক-মানসিক  বৈশিষ্ট্য  অনুযায়ী  ঔষধ  দিতে  থাকুন।  রোগের  নাম  যাই  হোক  না  কেন,  তা  সারতে  বাধ্য।  হ্যানিম্যান  এটাই  শত-সহস্রবার  প্রমাণ  করে  দেখিয়ে  দিয়ে  গেছেন।  রোগীর  মাথার  চুল  থেকে  পায়ের  নখ  পযর্ন্ত  সমস্ত  লক্ষণ  সংগ্রহ  করুন  এবং  তার  মনে  গহীনে  অন্তরের  অলিতে-গলিতে  যত  ঘটনা-দুর্ঘটনা  জমা  আছে,  তার  সংবাদ  জেনে  নিন।  তারপর  সেই  অনুযায়ী  ঔষধ  নির্বাচন  করে  খাওয়াতে  থাকুন।  হৃদরোগ  আরোগ্য হবে ইনশাআল্লাহ ।  রোগের  নাম  নিয়ে  অযথা  সময়  নষ্ট  করার  কোন  দরকার  নাই।  হোমিও  চিকিৎসায়  যদি  আপনার  হৃদরোগ  নির্মূল  না  হয় (অথবা  কোন  উন্নতি  না  হয়),  তবে  হোমিওপ্যাথির  ওপর  বিশ্বাস  হারাবেন  না।  কেননা  এটি  সেই  হোমিও  ডাক্তারের  ব্যর্থতা হোমিওপ্যাথির নয়।


            যদিও  সমগ্র  লক্ষণ  অনুসারে  নির্বাচিত  যে-কোন  হোমিও  ঔষধেই  যে-কোন  হৃদরোগ  নিরাময়  হয়ে  যায়,  তথাপিও  এমন  কিছু  হোমিও  ঔষধ  আছে  যারা  হোমিওপ্যাথিতে  হৃদরোগের  চিকিৎসায়  বেশী  বেশী  ব্যবহৃত  হয়।  তাদের  মধ্যে  আছে  Adonis  vernalis,  Amylenum  nitrosum,  Arnica  montana,  Cactus  grandiflorus,  Convallaria  majalis,  Crataegus  oxyacantha,  Digitalis  purpurea,  Iberis  amara,  Kalmia  Latifolia,  Lachesis  mutus,  Latrodectus  mactans,  Laurocerasus,  Lilium tig,  Lycopus  virginicus,  Naja  tripudians,  Natrum  muriaticum,  Aurum  metallicum, vanadium,  Spigelia  anthelminticaইত্যাদি।কাজেই  হৃদরোগ  চিকিৎসায়ও  আমাদের  সকলেরই  উচিৎ প্রথমে  হোমিওপ্যাথিক  চিকিৎসা  অবলম্বন  করা।  কেননা  অন্যান্য  চিকিৎসা  বিজ্ঞানের  তুলনায়  কমপক্ষে  একশ  ভাগ  কম  খরচে  হোমিও  চিকিৎসায়  হৃদরোগ  থেকে  মুক্ত  হওয়া  সম্ভব।  অপরদিকে  এ্যলোপ্যাথি  জাতীয়  ঔষধ  এবং  অপারেশন  বেশীর  ভাগ  ক্ষেত্রেই  হৃদরোগীর  মৃত্যুকে  দ্রুত  ডেকে  আনে।  সে  যাক,  হৃদরোগ  চিকিৎসায়  ভালো  নামডাকওয়ালা  বিশেষজ্ঞ  হোমিও  ডাক্তারের  স্মরণাপন্ন  হওয়া  উচিৎ।  কেননা  সাধারণ  হোমিও  ডাক্তারদের  দ্বারা  হৃদরোগের  চিকিৎসা  সফল  হওয়ার  সম্ভাবনা  কম ;  বরং  হোমিওপ্যাথিতে  প্রচণ্ড  দক্ষতা  আছে  এমন  চিকিৎসক  প্রয়োজন। 


Crataegus  oxyacantha :  হোমিওপ্যাথিতে  প্রচলিত  হৃদরোগের  ঔষধগুলোর  মধ্যে  ক্রেটিগাস  ঔষধটি  হলো  হার্টের  জন্য  ভিটামিন / টনিকের  মতো  যার  তেমন  কোন  সাইড-ইফেক্ট  নাই।  এটি  একাই  শতকরা  ৯৫%  ভাগ  হৃদরোগ  নিরাময়ের  ক্ষমতা  রাখে।  আজ  থেকে  একশ  বছর  পূর্বে  আয়ারল্যান্ডের  ডাঃ  গ্রীন  নামক  একজন  হোমিও  চিকিৎসা  বিজ্ঞানী  এটি  আবিষ্কার  করেন।  তিনি  শুধু  এই  একটি  ঔষধ  দিয়ে  এত  এত  হৃদরোগী  আরোগ্য  করেছিলেন  যে,  সারা  পৃথিবীতে  হৃদরোগের  শ্রেষ্ঠ  চিকিৎসক  হিসেবে  তাঁর  নাম  ছড়িয়ে  পড়েছিল  এবং  দুনিয়ার  সকল  প্রান্ত  থেকে  হৃদরোগীরা  পঙপালের  ন্যায়  আয়ারল্যান্ডে  ছুঁটে  যেতো।তিনি  নিম্নশক্তিতে  পাঁচ  ফোটা  করে  রোজ  ৪  বার  করে  খাইয়ে  অধিকাংশ  হৃদরোগীকে  রোগমুক্ত  করতে  সক্ষম  হতেন।


Aurum  metallicum :  ব্রিটিশ  হোমিও  চিকিৎসাবিজ্ঞানী  ডাঃ  বানের্ট  অগণিত  জটিল  হৃদরোগীকে  আরোগ্য  করে  প্রমাণ  করে  দেখিয়েছেন  যে,  স্বর্ণ  থেকে  প্রস্তুত  এই  হোমিও  ঔষধটি  হৃদরোগের  একটি  অতি  প্রয়োজনীয়  এবং  সেরা  ঔষধ।  অরাম  মেটের  প্রধান  প্রধান  লক্ষণ  হলো  দুই-তিন  সেকেন্ডের  জন্য  মনে  হয়  হৃৎপিন্ড  বন্ধ  হয়ে  গেছে,  তারপর  আবার  খুব  জোরে  চলতে  শুরু  করেছে,  বুক  ধড়ফড়ানি,  নাড়ির  গতি  দ্রুত-ক্ষীন  এবং  অনিয়মিত,  হৃৎপিন্ডের  আকৃতি  বৃদ্ধি  পাওয়া (Hypertrophy), হার্টের  ভালবের  বা  পেশীর  বিকৃতি (Valvular lesions of arterio-sclerotic nature),রক্তনালীর  প্রাচীর  মোটা  হওয়া (Arterio-sclerosis),  ‍  চাপ (increased blood pressure),  হৃদরোগের  কারণে  শরীরে  পানি  নামা (Ascites),  হৃৎপিন্ডের  বৈদ্যুতিক  ভল্টেজ  কমে  যাওয়া (pacemaker),বিষন্নতা  বা  দুঃখবোধ (depression),  হতাশা,  আত্মহত্যার  ইচ্ছা  ইত্যাদি  ইত্যাদি।  সাধারণত  রোগীর  বা  তাহার  পিতা-মাতা-স্বামীর  অতীতে  সিফিলিস  রোগ  হয়ে  থাকলে  অরাম  মেট  দারুন  ফল  দেবে।  মোটামুটি  বলা  যায়,  অরাম  মেট  একাই  এ  যুগের  বহুল  প্রচলিত  হৃদরোগসমূহের  শতকরা  ৯৫%  ভাগ  হৃদরোগ নিরাময়ের  ক্ষমতা  রাখে।


Digitalis  purpurea :  জর্জ  ভিথুলকাসের  মতে,  কোন  হৃদরোগীর  নাড়ির  গতি  যদি  মিনিটে  ৫০  বার  অথবা  তারও  কম  হয়,  তবে  তাকে  নিশ্চিতভাবেই  ডিজিটালিস  খাওয়াতে  হবে।  কেননা  ইহা  ডিজিটালিসের  একেবারে  স্প্যাসিফিক  লক্ষণ ।  তার  হৃদরোগের  নাম  যা-ই  হোক  না  কেন,  সেটি  অবশ্যই  সেরে  যাবে।  অবশ্য  হৃদরোগ  না  হয়ে  যদি  লিভার,  কিডনী, মস্তিষ্ক,  পাকস্থলী  বা  চর্মরোগ  যাই  হোক  না  কেন,  নিরাময়  হতে  বাধ্য । ডিজিটালিসের  অন্যান্য  লক্ষণের  মধ্যে  আছে  নাড়িরগতি  দুর্বল,  অনিয়মিত,  বিরতিযুক্ত,  খুবই  ধীরগতি  সম্পন্ন,  শরীরের  বাইরের  এবং  ভেতরের  অঙ্গ-প্রত্যঙ্গে  পানি  নামা / শোথ (dropsy),  মায়োকার্ডিয়ামের  বৃদ্ধি (dilatation of the myocardium),  অরিকুলার  ফ্লুটার  এন্ড  ফিব্রিলেশান (auricular flutter and ‍fibrillation),  হার্ট  ব্লক (Heart block),মাইট্রাল  ডিজিজ (mitral disease),  অত্যন্ত  দুর্বলতা,  অল্পতে  বেহুঁশ  হওয়া,  চামড়া  ঠান্ডা,  শ্বাস-প্রশ্বাস  অনিয়মিত,  জন্ডিস,  মুখমন্ডল  নীলচে,  সামান্য  নড়াচড়াতেই  ভীষণ  বুক  ধড়ফড়ানি,  নড়লেই  মনে  হয়  হৃৎপিন্ড  বন্ধ  হয়ে  যাবে,  পেরিকার্ডাইটিস (Pericarditis),ইত্যাদি  ইত্যাদি।


Lachesis  mutus :  কারো  হৃদরোগের  কষ্টগুলো  যদি  ঘুমালে  বেড়ে  যায়,  অর্থাৎ  নিদ্রা  গেলে  বৃদ্ধি  পায়,  তবে  তাকে  ল্যাকেসিস  খাওয়াতে  হবে।  তার  হৃদরোগের  নাম  যা-ই  হোক  না  কেন,  তার  নিশ্চিত  রোগমুক্তি  আশা  করতে  পারেন।


Adonis  vernalis :  সাধারণত  বাতের  আক্রমণ,  ইনফ্লুয়েঞ্জা  বা  ব্রাইটস  ডিজিজের  পরে  হৃদরোগ  দেখা  দিলে  তাতে  এডোনিজ  প্রযোজ্য।  ইহার  প্রধান  প্রধান  লক্ষণ  হলো  হৃদপেশীর  ফ্যাটি  ডিজেনারেশান (fatty degeneration),  হৃদরোগের  কারণে  শরীরে  পানি  নামা (cardiac dropsy),  দুর্বল  হার্ট  এবং  দুর্বল  নাড়ি, মাইট্রাল  এবং  এওরটিক  রিগারজিটেশান (Mitral and aortic regurgitation),  এওরটার  পুরাতন  প্রদাহ (Chronic aortitis),ফ্যাটিহার্ট  পেরিকার্ডাইটিস (Fatty heart pericarditis),  বাতজনিত  এন্ডোকার্ডাইটিস (Rheumatic Endocarditis), হৃৎপিন্ডে  ব্যথা(Preæcordial pain),বুক  ধড়ফড়ানি (palpitation), শ্বাসকষ্ট (dyspnœa),  হৃদরোগজনিত  হাঁপানি(Cardiac asthma),  মায়োকার্ডাইটিস (Myocarditis)  ইত্যাদি।হার্টের  ভাল্বের  সমস্যায়  ইহা  ব্যবহৃত  হয়ে  থাকে ।


Arnica  montana :  আর্নিকা  হৃৎপিন্ডের  ব্যথার  সবচেয়ে  ভালো  ঔষধ।  যাদের  ঘনঘন  বুকে  ব্যথা  উঠে  অথবা  যাদের  একবার  হার্ট  এটাক (স্ট্রোক)  হয়েছে,  তাদের  সব  সময়  আর্নিকা  ঔষধটি  পকেটে  নিয়ে  চলাফেরা  করা  উচিত।  এটি  আপনাকে  হার্ট  এটাকে  আক্রান্ত  হয়ে  হাসপাতালে  যাওয়া  বা  অকাল  মৃত্যুর  হাত  থেকে  রক্ষা  করবে ইনশাআল্লাহ্। 


Latrodectus  mactans :  হৃৎপিন্ডের  ব্যথার  সবচেয়ে  ভালো  ঔষধ  হলো  লেট্রোডেক্টাস  ম্যাকটেনস (Latrodectus  mactans)  বিশেষত  ব্যথা  যখন  বাম  হাতের  দিকে  ছড়াতে  থাকে।  মনে  হয়  কেউ  যেন  শক্ত  হাতে  গলা  চেপে  ধরেছে ;  দম  বন্ধ  হয়ে  এখনই  মারা  যাবে।


Amylenum  nitrosum : এটি  হৃৎপিন্ডের  ব্যথার  সবচেয়ে  কমন  ঔষধ।  এটি  হৃৎপিন্ড  এবং  শরীরের  ওপরের  অংশের  রক্তনালীকে  প্রসারিত  করার  মাধ্যমে  বুকের  ব্যথা  নিরাময়  করে।


Glonoine :  গ্লোনইন  হলো  হৃৎপিন্ডের  ব্যথার  এক  নাম্বার  ঔষধ  যা  সুনির্দিষ্ট  কোন  লক্ষণ  ছাড়াই  দেওয়া  যায়।  পাশাপাশি  এটি  হাই  ব্লাড  প্রেসারেরও  একটি  গুরুত্বপূর্ণ  ঔষধ।


Cactus  grandiflorus :  ইহাও  হৃৎপিন্ডের  রোগের  একটি  উল্লেখযোগ্য  ঔষধ।  ইহার  প্রধান  লক্ষণ  হলো  মনে  হবে  হৃৎপিন্ডকে  কেউ  তার  লোহার  হাত  দিয়ে  এমনভাবে  চেপে  ধরেছে  যে,  সেটি  নড়াচড়া  করতে  পারছে  না।


Convallaria  majalis :  কনভেলেরিয়া  রেগুলার  অথবা  ইরেগুলার  হার্ট  বিট  বিশিষ্ট  দুর্বল  হৃদপিন্ডের  জন্য  একটি  মূল্যবান  ঔষধ,  সাথে  ভাল্বের  সমস্যা  থাকুক  অথবা  নাই  থাকুক।  ইহার  প্রধান  লক্ষণ  হলো  রোগী  শুইতে  পারে  না (অর্থাৎ  শুইলে  রোগ  মাত্রা  বেড়ে  যায়)।


Vanadium :  সাধারণত  বয়স  চল্লিশের  দিকে  আসলে  মানুষ  নানা  রকমের  রক্তনালী  সংক্রান্ত  রোগে  বা  হৃদরোগে  আক্রান্ত  হতে  শুরু  করে।  এজন্য  এই  বয়স  থেকে  প্রত্যকেরই  (নিম্নশক্তিতে  বছরে  অন্তত  একমাস)  ভ্যানাডিয়াম  খাওয়া  উচিত।  তাহলে  হৃদরোগ  ধারেকাছে  আসতে  পারবে  না।


আপনি লক্ষন অনুযায়ী হোমিও  ঔষধ(অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে) সেবন করুন হার্টের জটিল রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ্!

রাত সাড়ে ৮টার সংবাদ তারিখ : ০৫-১২-২০২৫

 রাত সাড়ে ৮টার সংবাদ

তারিখ : ০৫-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে আগামী রোববার---কাতারের ব্যবস্থাপনায় আগামীকাল আসছে জার্মানির এয়ার এ্যাম্বুলেন্স

* যুক্তরাজ্য থেকে দেশে এসে হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান

* বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত---অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

* ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে ভারত---জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ নির্বাচন কমিশনের

* রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক--- নয়া দিল্লিকে &quot;নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ&quot; করতে প্রস্তুত মস্কো

* এবং কক্সবাজারেদ্বিতীয় টি-টোয়েন্টিক্রিকেট ম্যাচে পাকিস্তান অনুর্ধ্ব- ১৯ নারী দলকে তিন উইকেটে হারালো বাংলাদেশ

সকাল সাতটার ০৫/১২/২০২৫

 সকাল সাতটার ০৫/১২/২০২৫


* বিলম্ব---উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে আজ।


* বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা দেশের সকল

মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত ও প্রার্থনা * খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম তুলে ধরে ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার।


* উপদেষ্টা পরিষদে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ সহ তিনটি অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন---আসন্ন নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার।

* অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না---সিইসির সঙ্গে মতবিনিময়ে বললেন দলটির প্রতিনিধিরা।


* বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে ত্রাণ সহায়তা পাঠানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলংকার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী অমরাসুরিয়া।


* পূর্ব দনবাস অঞ্চল থেকে কিয়েভ সৈন্য প্রত্যাহার না করলে মস্কো তা দখল করে নেবে---ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে পুনরায় সতর্ক করলেন * এবং ভারতের মাদুরাইয়ে যুব বিশ্বকাপ হকিতে ওমানকে ১৩-শূন্য এর বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৪-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৪-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে --- জানালেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।


বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আগামীকাল বাদ জুম্মা দেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার।


উপদেষ্টা পরিষদে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ সহ তিনটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন --- আসন্ন নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার।


অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায়না --- সিইসির সঙ্গে মতবিনিময়ে বললেন দলটির প্রতিনিধিরা।


অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন পক্রিয়া বৈধ --- আপীল বিভাগের রায়।


ভারত-রাশিয়া বাৎসরিক সামিটে যোগ দিতে নয়াদিল্লী সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এবং ভারতের মাদুরাইয়ে যুব বিশ্বকাপ হকিতে ওমানকে ১৩-শূন্য এর বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

সকাল সাতটার ০৪/১২/২০২৫

 সকাল সাতটার ০৪/১২/২০২৫


* বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা---চিকিৎসা সহায়তায় যোগ দিয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক।


* জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের

                     


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কেন্দ্রে থাকতে পারবেন গণমাধ্যমকর্মীরা---জানিয়েছে নির্বাচন কমিশন * সরকারের ঘোষণা ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ালে আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে – হুঁশিয়ারী বাণিজ্য উপদেষ্টার


* শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ করেছে এনসিপি---আরপিও সংশোধনের উদ্যোগকে স্বাগত জানালো দলটি * পাকিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত ও একজন আহত।


* এবং রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতকে * উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞানীরা পদার্থবিদ্যার সীমানা অতিক্রম করে একটি অভূতপূর্ব লক্ষ্য অর্জন করছেন০

 🔴বিজ্ঞানীরা পদার্থবিদ্যার সীমানা অতিক্রম করে একটি অভূতপূর্ব লক্ষ্য অর্জন করছেন: একটি সম্পূর্ণ মানুষকে টেলিপোর্ট করা। একসময় এটিকে বিশুদ্ধ ...