বমনের কার্যকারী হোমিও ঔষধ সমুহঃ
🟦 আর্সেনিকঃ যে কোন খাদ্যদ্রব্য অথবা পানীয় হউক আহার
মাত্রই বমন হইয়া উঠিয়া যায় । উষ্ণ পানীয় কিম্বা খাদ্যভ্রব্যে
কিঞ্চিৎ উপশম হয় ।
🟦 ফসফরাসঃ শীতল কিংবা বরফ জল পান করিবার অদম্য
আকাঙ্ক্ষা এবং পান করিবার কিয়ৎকাল পর বমন হয় অর্থাৎ
পাকস্থলীতে গিয়া উষ্ণ হইলেই বমন হইয়া উঠিয়া যায় ।
🟦 ইপিকাকঃ সর্ব্বদা বমনেচ্ছা, প্রকৃত বমনাপেক্ষা বমনোদ্বেগ
অধিক ।
🟦 নাক্সভমিকাঃ — উদ্গার এবং অম্লস্বাদযুক্ত বমন । অম্ল ( Acidity ) লক্ষণই ইহাতে অধিক বর্তমান থাকে এবং প্রাতঃকালে ও আহারান্তে অধিক হয় ।
🟦 এন্টিমটার্টঃ বমনের ভীষণ উদ্বেগ হয় অথচ বমন কিছুতেই
হয় না। বমনের উদ্বেগকালীন কপালে ঘর্ম্ম এবং বমনান্তে দুর্ব্বলতা ও তন্দ্রাভাব উপস্থিত হয় ।
🟦 ম্যাগনেসিয়া কাৰ্ব্বঃ ইহাতেও অম্ল বমন হয় কিন্তু ইহাতে প্রায়ই সবুজ অত্যন্ত অস্ত্রগন্ধযুক্ত উদরাময় বৰ্ত্তমান থাকে। বমনাপেক্ষা সবুজ উদরাময়ে ইহা অধিক প্রয়োগ হয় ।
Dr.Hasanul Banna Alamin
DHMS, BHMEC (DHAKA)
BSc (Honours), MSc (First Class)
Homeopathic Physician & Consultant
01729-841398
BHMEC REG: 46200
#homeopathic #sylhethomeopathy #homeopathictreatmentbd #VomitingHomeopathicRemedy #HomeoMedicine #homeopathyforvomiting #homeopathicdoctor #বমিভাবেরচিকিৎসা #বমনেরহোমিওঔষধ #হোমিওপ্যাথিকচিকিৎসা #হোমিওপ্যাথি_বাংলাদেশ #HomeopathicMedicine #homeopathicremedies #homeopathyworks #homeopathic #homeopathy
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন