এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

লাইপোমার হোমিও ঔষ----

 ✅লাইপোমার হোমিও ঔষধ :


✅Lipoma হলো চর্বিযুক্ত টিউমার— ত্বকের নিচে থাকা নরম, মসৃণ, ধীরে বাড়ে এমন গাঁট বা চাকা, যা সাধারণত নির্দোষ (benign) এবং ব্যথাহীন হয়।


 ♈*হোমিওপ্যাথিক ওষুধ:*


1. *Calcarea Fluor* – খুব শক্ত  এবং ধীরে বাড়ে এমন টিউমার বা লাইপোমা।


2. *Thuja Occidentalis* – চর্বি জাতীয় টিউমার,নরম তুলতুলে টিউমার একাধিক হলে উপকারী।শরীরে যেখানে সেখানে আঁচিল থাকে। টিকা নেওয়ার  পর যদি লাইপোমা দেখা দেয়। 


3. *Baryta Carbonica* – মোটা, অলস লোকের, বুদ্ধির খর্বতা।মাথার চুল পড়ে যায়। শারীরিক এবং মানসিকভাবে বৃদ্ধি কম । খুব সহজে সর্দি কাশি লাগে। 


4. *Sulphur* – চর্মরোগ ও টিউমার প্রবণতায় উপকারী।নোংরা প্রকৃতির। অতিরিক্ত পন্ডিত। সামনের দিকে ঝুকে হাঁটে। 


5. *Belladonna* – যদি টিউমার ফোলা বা লাল হয়ে ব্যথা হয়।✅


★★এছাড়া লক্ষণ অনুসারে যে মেডিসিন আসবে সেই মেডিসিন এপ্লাই করতে হবে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৪-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


সাত হাজার একশো ৫০ কোটি টাকা ব্যয়ে একনেকে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন।


ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার --- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে --- প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তি।


অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি বিএনপি মহাসচিবের।


দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার।


রোহিঙ্গা বহনকারী সন্দেহজনক নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ১৩ মৃতদেহ উদ্ধার করেছে মালয়েশিয়া ও থাইল্যান্ড ।


এবং সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:  ১৩-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:  ১৩-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


যথাযথ মর্যাদায় আগামীকাল দেশে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস।


দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনও শঙ্কামুক্ত নন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চলছে --- জানিয়েছে মেডিকেল বোর্ড।  


প্রধান ‍উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ওসমান হাদির পরিবারের সদস্যরা ---সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস।  


ওসমান হাদির ওপর হামলার ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে --- বললেন প্রধান উপদেষ্টা --- জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় রাজনৈতিক নেতৃবৃন্দের।


হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা --- হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ অব্যাহত।  


যুদ্ধবিধ্বস্ত গাজায় ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে অন্তত ১৪ জনের প্রাণহানি ---মানবেতর অবস্থায় লাখো ফিলিস্তিনি।  


এবং দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ।

সকাল সাত টার সংবাদ তারিখ: ১৩-১২-২০২৫

 সকাল সাত টার সংবাদ

তারিখ: ১৩-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রাধান উপদেষ্টার--হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

 

* কোন শক্তিই আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না --- বললেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস

 

* ওসমান হাদিকে গুলির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের গভীর উদ্বেগ ও নিন্দা --- বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিবাদ

 

* তিনশো সংসদীয় আসনের সীমানার সংশোধিত তালিকা প্রকাশ --- একজন প্রার্থী একই সময়ে সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন

 

* আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --- ব্রিফিংয়ে জানালেন দলের মহাসচিব

 

* ইসরাইলকে বাধ্যতামূলকভাবে আন্তর্জাতিক আইন মেনে চলাসহ বিভিন্ন দাবি সম্বলিত প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে সমর্থন লাভ।

 

* এবং আজ দুবাই-এ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হাসপাতালে চিকিৎসাধীন --- হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ।


ওসমান হাদিকে গুলির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের গভীর উদ্বেগ ও নিন্দা --- নানা স্থানে বিক্ষোভ প্রতিবাদ।


তিনশো সংসদীয় আসনের সীমানার সংশোধিত তালিকা প্রকাশ --- কোন ব্যক্তি একই সময়ে সর্বোচ্চ ৩টি আসনে প্রার্থী হতে পারবেন।


থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন প্রধানমন্ত্রী।


এবং দুবাই-এ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দিনে পাকিস্তান বিশাল ব্যবধানে মালয়েশিয়াকে এবং দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করেছে ভারত।

সকাল ৭টার সংবাদ তারিখ: ১২-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১২-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

 

* নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারদের আন্তরিক সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্টদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সিইসি’র আহ্বান


* জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দল

 

* উপদেষ্টা পরিষদে দুই বিদায়ী উপদেষ্টার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ --- উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন

 

* আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে দলীয় সরকার নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি-- জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

 

* পূর্ব দোনেস্ক থেকে নিজেদের প্রত্যাহার করে এলাকাটিকে একটি বিশেষ অর্থনৈতিক বা অসামরিক অঞ্চলে পরিণত করতে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাব

 

* এবং আজ কক্সবাজারে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

এই ২০ টি এক্সেল ফর্মুলা সবার আগে শেখা উচিত।

 এক্সেলে নতুন হলে চাকরি, অফিস কিংবা ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে যেতে চাইলে এই ২০ টি এক্সেল ফর্মুলা সবার আগে শেখা উচিত।

এই ফর্মুলাগুলো জানলে এক্সেলের ৮০–৯০% কাজ আপনি আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন।


এক্সেলের যে ২০ টি ফর্মুলা সবার আগে শিখবেন


১) SUM


একাধিক সংখ্যার যোগফল বের করতে


ফর্মুলা লিখবেন

=SUM(A1:A5)


উদাহরণ

A1 থেকে A5 সেলে ৫ দিনের বিক্রয় আছে

→ মোট বিক্রয় দেখাবে


২) AVERAGE


গড় মান বের করতে


ফর্মুলা লিখবেন

=AVERAGE(A1:A5)


উদাহরণ

৫ জন ছাত্রের নাম্বারের গড় রেজাল্ট


৩) COUNT


কয়টি সেলে সংখ্যা আছে তা গুনতে


ফর্মুলা লিখবেন

=COUNT(A1:A10)


উদাহরণ

১০টি সেলে কয়টা সংখ্যা আছে


৪) COUNTA


খালি নয় এমন সেল গুনতে


ফর্মুলা লিখবেন

=COUNTA(A1:A10)


উদাহরণ

নাম বা লেখা সহ মোট কয়টা সেল ভরা


৫) COUNTBLANK


খালি সেল কয়টি আছে জানতে


ফর্মুলা লিখবেন

=COUNTBLANK(A1:A10)


উদাহরণ

ফাঁকা সেল কয়টা আছে


৬) MAX


সবচেয়ে বড় মান বের করতে


ফর্মুলা লিখবেন

=MAX(A1:A10)


উদাহরণ

সবচেয়ে বেশি সেলস কত


৭) MIN


সবচেয়ে ছোট মান বের করতে


ফর্মুলা লিখবেন

=MIN(A1:A10)


উদাহরণ

সবচেয়ে কম মার্কস কত


৮) IF


শর্ত অনুযায়ী ফল দেখাতে


ফর্মুলা লিখবেন

=IF(A1>=33,"Pass","Fail")


উদাহরণ

৩৩ বা বেশি হলে Pass

না হলে Fail


৯) IFS


একাধিক শর্ত একসাথে


ফর্মুলা লিখবেন

=IFS(A1>=80,"A+",A1>=70,"A",A1>=60,"A-",A1<60,"Fail")


উদাহরণ

নাম্বার অনুযায়ী গ্রেড


১০) SUMIF


শর্ত অনুযায়ী যোগফল


ফর্মুলা লিখবেন

=SUMIF(A1:A10,"Dhaka",B1:B10)


উদাহরণ

Dhaka এলাকার মোট সেলস


১১) SUMIFS


একাধিক শর্তে যোগফল


ফর্মুলা লিখবেন

=SUMIFS(C1:C10,A1:A10,"Dhaka",B1:B10,"January")


উদাহরণ

Dhaka + January এর মোট সেলস


১২) COUNTIF


শর্ত অনুযায়ী গুনতে


ফর্মুলা লিখবেন

=COUNTIF(A1:A10,"Male")


উদাহরণ

কয়জন Male আছে


১৩) COUNTIFS


একাধিক শর্তে গুনতে


ফর্মুলা লিখবেন

=COUNTIFS(A1:A10,"Male",B1:B10,"Dhaka")


উদাহরণ

Dhaka এর Male কয়জন


১৪) VLOOKUP


ডাটা খুঁজে বের করতে


ফর্মুলা লিখবেন

=VLOOKUP(A2,D1:F10,2,FALSE)


উদাহরণ

ID দিয়ে নাম বের করা


১৫) XLOOKUP


আধুনিক Lookup


ফর্মুলা লিখবেন

=XLOOKUP(A2,D1:D10,E1:E10)


উদাহরণ

ID দিয়ে Salary বের করা


১৬) HLOOKUP


Horizontal ডাটা খুঁজতে


ফর্মুলা লিখবেন

=HLOOKUP("January",A1:D5,2,FALSE)


উদাহরণ

January মাসের সেলস


১৭) LEFT


বাম দিক থেকে লেখা নিতে


ফর্মুলা লিখবেন

=LEFT(A1,4)


উদাহরণ

নাম্বারের প্রথম ৪ ডিজিট


১৮) RIGHT


ডান দিক থেকে লেখা নিতে


ফর্মুলা লিখবেন

=RIGHT(A1,2)


উদাহরণ

শেষ ২ ডিজিট


১৯) MID


মাঝখান থেকে লেখা নিতে


ফর্মুলা লিখবেন

=MID(A1,2,3)


উদাহরণ

২ নম্বর জায়গা থেকে ৩ অক্ষর


২০) LEN


লেখার দৈর্ঘ্য জানতে


ফর্মুলা লিখবেন

=LEN(A1)


উদাহরণ

একটি নাম কয় অক্ষরের


এই ২০টি ফর্মুলা ঠিকভাবে প্র্যাকটিস করলে

অফিস, জব ইন্টারভিউ ও বাস্তব কাজ—সব জায়গায় এক্সেল সহজ হয়ে যাবে।


আমার কোর্স সম্পর্কে জানতে 01515-629158

এ্যাজমা বা হাঁপানির হোমিও ঔষধ

 ♈★Asthma (হাঁপানি) হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ যেখানে শ্বাসনালিগুলো (airways) সংবেদনশীল হয়ে পড়ে ও সঙ্কুচিত হয়ে যায়, ফলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়।


♈✅ হাঁপানির প্রধান উপসর্গ:


- শ্বাসকষ্ট (বিশেষ করে রাতে বা ভোরে)  

- বুকে চাপ বা জড়তা  

- কাশি (শুকনো বা কফসহ)  

- শ্বাসের সাথে সাঁ সাঁ শব্দ (wheezing)  

- ঠান্ডা বা ধূলাবালিতে সমস্যা বেড়ে যায়


---♈✅ হাঁপানির কারণ:


- ধুলাবালি, ধোঁয়া  

- ঠান্ডা বাতাস  

- ফুলের রেণু (pollen), পশম  

- মানসিক চাপ  

- ভাইরাস সংক্রমণ  

- জেনেটিক (পারিবারিক ইতিহাস)


♈✅ হোমিওপ্যাথিক ওষুধ (উপসর্গ অনুযায়ী):


1.★★ Arsenicum Album– রাতের দিকে শ্বাসকষ্ট,বিশেষ করে শ্বাসকষ্ট রাত ১ টা ও ৩ টায় আরম্ভ হয়।স্বর ভেঙে যায় কষ্টকর শুষ্ক কাশি থাকে কাশলে উপশমবোধ হয় না । গয়ার ওঠে না  সেই সঙ্গে   দুর্বলতা, অস্থিরতা , গা জ্বালা ও প্রচুর পানির পিপাসা থাকে। অল্প অল্প পরিমাণ পানি পান করে এবং শুইলে দম আটকায় যাওয়ার ভয়ে রোগী শুইতে পারে না। 


2. ★★Antimonium Tart– যে সকল ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল, বৃদ্ধ ব্যক্তিরা বৎসর ধরিয়া সর্দি -কাশিতে ভুগিতেছে এবং শীতকালে একটু বেশি ঠান্ডা লাগলেই বুকে সর্দি জমে ঘড় ঘড় শব্দ হতে থাকে, গয়ার ওঠে না। উঠলেও সামান্য গাঢ় সাদা গয়ার উঠে শ্বাসকষ্ট উপস্থিত হয়, বিছানায় শুইতে পারে না কারণ শুইলেই শ্বাসকষ্ট বৃদ্ধি হয় এবং বাতাস করতে বলে তাদের পক্ষে এন্টিম টার্ট উপকারি।


3. ★★Ipecacuanha – কাশি ও শ্বাসকষ্ট একসাথে,এবং সর্বক্ষেত্রে বমি বমি ভাব থাকে।  জিহ্বা  ক্লিন অর্থাৎ পরিষ্কার থাকে  । 


.4 ★★Spongia – শুকনো হাঁপ ধরা কাশি, গলায় শুকনো ভাব । শুষ্ক, ঠনঠনে ঘঙঘঙে বাশির মতো বা সাঁই সাঁই  ঘেউ ঘেউ শব্দের সাথে কাশি থাকবে। শ্বাসকষ্টের সাথে তার মনে হবে, ল্যারিংসে গোঁজ বা অন্য কিছু আটকে আছে এবং দম আটকানো একটা ভাব থাকবে। 


5. ★★Blatta Orientalis – ধুলাবালিতে হাঁপানি বাড়ে, মোটা লোকদের ক্ষেত্রে  উপযোগী । Mother tincture বেশ কাজে আসে।

6. ★★Nux Vomica – হাঁপানি, ঠান্ডা বা হজমের গোলমালে বাড়ে।হাঁপানির টান খুব সকালে বাড়ে। 


★★মেডোরিনাম,থুজা,ন্যাট্রাম সালফ,টিউবারকুলিনাম,লাইকোপোডিয়াম চমৎকার মেডিসিন। 

★★আপনারা পূর্ণাঙ্গ রোগী লিপি করে চিকিৎসা করবেন। রোগীর ধাতুগত চিকিৎসা না করলে এ রোগ আরোগ্য হবার সম্ভাবনা নেই। 


📝 ★★আপনারা চিকিৎসা সেবা নিতে চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করুন। 

হোমিওপ্যাথিক ফিজিশিয়ান:

( তাছলিমা কেয়া)

ডায়াবেটিস এর হোমিও ঔষধ

 🩸★Diabetes(ডায়াবেটিস) বা মধুমেহ হলো একটি দীর্ঘমেয়াদী রোগ, যেখানে রক্তে গ্লুকোজ (চিনির মাত্রা) স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এটি হয়, শরীর ইনসুলিন হরমোন ঠিকমতো না তৈরি করলে বা কাজ না করলে।


🩸ডায়াবেটিসের ধরন:


1. Type 1 Diabetes:

   - ইনসুলিন একদম তৈরি হয় না  

   - শিশু ও তরুণদের বেশি হয়  

   

2. Type 2 Diabetes: 

   - ইনসুলিন তৈরি হয়, কিন্তু কাজ করে না  

   - বড়দের বেশি হয়  

  

3. Gestational Diabetes: 

   - গর্ভাবস্থায় হয়  

   - সন্তান জন্মের পর অনেক সময় ঠিক হয়ে যায়


🩸✅ উপসর্গ:


- ঘন ঘন প্রস্রাব  

- অতিরিক্ত পিপাসা  

- ওজন কমে যাওয়া  

- ক্লান্তি  

- ক্ষুধা বেড়ে যাওয়া  

- ক্ষত শুকাতে দেরি হওয়া  

- চোখ ঝাপসা দেখা


✅🩸 হোমিওপ্যাথিক ওষুধ (লক্ষণ অনুযায়ী):


1. Syzygium Jambolanum– রক্তে চিনি কমায়,প্রস্রাবে সুগারের পরিমাণ কমিয়ে আনতে এবং সুগার দূর করতে এই ঔষধ শ্রেষ্ঠ। শরীরে ঘামাচির ন্যায় উদ্ভেদ দেখা দেয় এবং তাতে প্রচন্ড চুলকানি থাকে। প্রচুর পানির পিপাসা,গাল গলা শুকিয়ে যায় এবং দুর্বলতা ও জীর্ণশীর্ণ চেহারা। 


2. Phosphoric Acid – ক্লান্তি, দেহের ওজন কমে যায় মানসিক দুর্বলতা । দুঃখ এবং মানসিক আঘাতের কুফল। বারেবারে প্রচুর জলের মতো, দুধের মত প্রস্রাব। প্রস্রাবের আগে উদ্বেগ ও পরে জ্বালা। রাতে বারে বারে প্রস্রাবের বেগ এবং প্রস্রাবে ফসফেট ও সুগারের উপস্থিতি থাকে। 


3. Uranium Nitricum – অতিরিক্ত প্রস্রাব, পিপাসা ও ক্ষুধা । প্রস্রাবের বেগ ধরে রাখলে ব্যথা হয়। প্রস্রাবে কষ্ট এবং অসাড়ে প্রস্রাব হয়ে যায়। ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া এবং প্রস্রাবের পরিমাণ কম হয়। 


4. Lactic Acid–ডায়াবেটিস এবং বাতরোগে এই ঔষধ বিশেষভাবে কার্যকরী। জিহ্বা শুষ্ক ও খসখসে। পিপাসা প্রচুর এবং রাক্ষুসে ক্ষুধা। বারে বারে প্রচুর পরিমাণে প্রস্রাব ত্যাগ। প্রস্রাবের শর্করার উপস্থিতি থাকে। গলায় পিন্ড থাকার অনুভূতি যার কারণে বারবার ঢোক গিলতে থাকে। 


5. Abroma Augusta– সব সময় মুখের ভিতর,জিহ্বা,ঠোঁট  শুষ্ক থাকে । প্রচন্ড পানির পিপাসা। একবারে অনেকখানি ঠান্ডা পানি খায় তবুও এই শুষ্কতা দূর হয় না।দিনে এবং রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ।তাছাড়া প্রস্রাবের বেগ ধরে রাখতে পারেনা। প্রস্রাবে মাছের গন্ধ এবং এতে সেডিমেন্ট পড়ে। 


----★★ এছাড়া পূর্ণাঙ্গ কেস টেকিং এর মাধ্যমে যেকোনো মেডিসিন আসতে পারে। ধন্যবাদ। 


★★হোমিওপ্যাথিক ফিজিশিয়ান :

(তাছলিমা কেয়া)

চিকিৎসা নিতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আগুনের পাশে দাঁড়িয়ে ১২ ঘণ্টা: বেকারি শ্রমিকদের দিন রাতের লড়াই

 আগুনের পাশে দাঁড়িয়ে ১২ ঘণ্টা: বেকারি শ্রমিকদের দিন রাতের লড়াই


মধ্যবিত্তদের সকালের প্রাতরাশ থেকে শুরু করে, শ্রমিক, কৃষক, গৃহপরিচারিকা, হকার, দোকানদারদের ভোরের চা-জলখাবার এবং  প্রতিদিনের অফিস যাত্রীদের টিফিনে খাবারের যোগান দিচ্ছে বেকারির শ্রমিকরা।


আমাদের মধ্যে  অনেকেরই বেকারির খাবার খুবই পছন্দের। পাউরুটি-কলা, গুঘনি পাউরুটি, স্লাইস পাউরুটির বাটার টোস্ট, কোয়াটার পাউরুটির  ডিম বা বাটার টোস্ট, কিসমিস দেওয়া বেকারির কেক, লেড়ো,লাঠি ইত্যাদি হরেকরকমের খাবার। জিভের স্বাদ,পেটের খিদে মেটাতে  বেকারির বিকল্প নেই। রেলস্টেশনে, বাজারে পথচলতি অজস্র মানুষের খিদে মেটাচ্ছে  শহর,মফস্বল, গ্রামের  ছোট ছোট বেকারি কারখানাগুলি। এই কারখানাগুলিতে সরারাত জেগে শ্রমিকরা গোল পাউরুটি, কোয়াটার পাউরুটি, লম্বা পাউরুটি, স্লাইস পাউরুটি, বেকারির কেক, বিস্কুট, নানা ধরনের টোস্ট,প্যাটিস ইত্যাদি তৈরী করেন।


দেশের কথা পত্রিকা- পাউরুটি, কেক ইত্যাদি  তৈরির শ্রমদাতা শ্রমিকদের আগুনে ঝলসানো শ্রমকে বুঝতে কারখানাগুলিতে সমীক্ষা করেছে। সমীক্ষায় উৎপাদন, বেকারি  শিল্প সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। শ্রমিকরা বোঝালেন উৎপাদন কিভাবে হয়, পরিচালনা কিভাবে হয়, মালিকদের নানারকমের শোষণের ফাঁদ। 


এই ছোট ছোট বেকারিগুলিতে শ্রমিকের সংখ্যা খুবই কম। গড়পড়তায় ৭-৯ জন করে কাজ করেন। দিনের কাজ ও রাতের কাজ মিলে প্রতি বেকারিতে শ্রমিক সংখ্যা ১৪- ১৮  জন। রাতের কাজ- নানা ধরনের পাউরুটি, কেক তৈরী করা। দিনে বিস্কুট,লেড়ো, প্যাটিস ইত্যাদি তৈরী করা হয়।  

বেকারিগুলিতে ঘণ্টা সিস্টেমে মজুরি ব্যবস্থা চালু নেই। মাথা পিছু  ময়দার ওজনের ভিত্তিতে মজুরি ব্যবস্থা চালু আছে। পাউরুটির ক্ষেত্রে প্রতি মাথা পিছু  ৪০ কেজি ময়দার কাজ, প্রতি মাথা  পিছু ২২ কেজি কেক, বিস্কুট ও লেড়োর ক্ষেত্রেও ২২ কেজির চুক্তি থাকে। মাথা পিছু এর বেশি ওজন বাড়লে ওভার টাইম হিসাবে ধরা হয়। 

বেকারিগুলিতে ওভারটাইম শ্রমিকেদের ইচ্ছার ওপর নির্ভর করে না। কাজের শুরুতেই বেকারি মালিকের  কাজের অর্ডার অনুযায়ী  তিন চার 'মাথা' কাজ প্রতিদিন ওভারটাইম হিসাবে করতে হয়, কারন কাজের শুরুতেই অর্ডারের ভিত্তিতে ময়দা মাখা হয়। আর একবার ময়দা মাখা হয়ে গেলে তা পাউরুটি, কেক, বিস্কুট ইত্যাদিতে রূপান্তরিত করার পরেই একমাত্র শ্রমিকরা বাড়ি ফিরতে পারেন। মালিকরা উৎপাদনের প্রয়োজনীয়তা, শ্রমিকের স্বল্পতা ও কম মজুরির সুযোগ নিয়ে ওভারটাইম  বাধ্যতামূলক করে দিয়েছে। অর্ডার অনুযায়ী মালিক মাল তৈরী করাতে না পারলে বেকারি পণ্যের মার্কেট হাতছাড়া হয়ে যায়, তাই বেকারি মালিকদের মধ্যে প্রতিযোগিতা দেখা যায়।  


রাতের কাজের শ্রমিকরা( যারা মূলত পাউরুটি তৈরী করেন) সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত  কাজ করেন, অনেক সময় ওভারটাইমের 'মাথা' বেশি থাকলে কাজ ছাড়তে  ৯ টাও বেজে যায়। দিনের ও রাতের শ্রমিকদের রোটেশন করে উৎপাদন পরিচালনার ব্যবস্থা নেই। শ্রমিকরা বছরের পর বছর রাত জেগে কাজ করেন।  শ্রমিকরা  ৪০ কেজি পাউরুটির 'মাথাতে' মজুরি পান ৩৭৯ টাকা, এবং  ৬ টাকা টিফিন বাবদ পান। আর চার বা পাঁচ মাথা ওভার টাইম হলে সেই  টাকা শ্রমিকদের মধ্যে ভাগ হয়ে যায়। 


কারখানায় মূলত চারধরনের দক্ষতার শ্রমিক থাকে। বাচ্চা, সেয়ানা, মাথা লোক,  মাথা মিস্ত্রি। বাচ্চা অর্থাৎ   শিক্ষানবিশ,যাদের শুরুতে কাজ হল পাতা মোছা ( ট্রে,ফ্রেম মোছা), এই শিক্ষানবিশদের মজুরি ২০০ টাকা। এই ছোট ছোট বেকারিগুলিতে ৮-৯ শ্রমিক নিয়ে উৎপাদন চালানো হয় বলে প্রতি ধাপের কাজে আলাদা করে বিভাগ তৈরী করা হয় না। প্রতিটি শ্রমিককেই প্রতিটি ধাপের কাজ শিখতে হয়। 

'সেয়ানা' যারা পুরো 'মাথার' ওজন ও ওভারটাইমের ওজনের কাজ করতে পারেন না কিন্তু  কাজ শিখে গিয়েছে তারা হল সেয়ানা, এই শ্রমিকদের মজুরি ২৫০-৩০০ টাকার মধ্যে থাকে। মাথা লোক অর্থাৎ যারা পুরো কাজ জানেন, বেকারির সবধরনের খাবার তৈরী করতে পারেন, ওভারটাইমও করেন, তাদের  মাথা হিসাবে ধরা হয়। এদের মধ্যে একজন মাথাকে মিস্ত্রি করা হয়, এই মিস্ত্রি শ্রমিকরা নিজের  কাজ করেও কারখানায়  উৎপাদন পরিচালনার দায়িত্ব নেন।  এদের মজুরি  সাধারণের থেকে  ১০-১৫ টাকা বেশী।


বেকারিতে দৈনিক মজুরি ব্যবস্থা চালু আছে, যদিও অনেক  বেকারি মালিক মাঝে মাঝে শ্রমিকদের মজুরি আটকে রাখে। শ্রমিকদের পিএফ, পেনশান ইত্যাদির ব্যবস্থা নেই। কিছু বেকারিতে শ্রমিক আন্দোলননের ফলে  সাপ্তাহিক সবেতন ছুটি দিতে মালিকরা বাধ্য হয়। শ্রমিকদের ধারাবাহিক ধর্মঘট,আন্দোলনের ফলে মজুরি বৃদ্ধি হয়। কিন্তু শ্রমিক স্বল্পতা, শিল্প সংকট শ্রমিকদের সংগঠিত শক্তিকে দুর্বল করে দিয়েছে। 


দশকের পর দশক কাজ করার পরও শ্রমিকদের এত অল্প মজুরি,অথচ পুরানো যুগের ভাটার আগুনের তাপ, খামি( ময়দা মাখানো,যা আগে  হাত দিয়ে করা হত)  মাখা, ১২ ঘন্টা  একটানা দাঁড়িয়ে থেকে কাজ করা ইত্যাদি প্রতিটি ধাপের কাজে হাড়হিম করা পরিশ্রম থাকে,  ফলে কয়েকদশক ধরে চলছে বেকারিতে শ্রমিক স্বল্পতা, নতুন শিক্ষানবিশ কাজে ঢুকছে না, ঢুকলেও কাজের চাপে, পরিশ্রমে, ২০০ টাকা মজুিরর বিনিময়ে  বছরের পর বছর কাজ শেখা, 'সেয়ানা' হয়ে  দীর্ঘদিন কাজ করা ইত্যাদি কারনে শিক্ষানবিশরা কাজ শিখতে শিখতে বেকারি ছেড়ে চলে যায়।  দীর্ঘদিনের শ্রমিকরাও শিল্পের দৈন্যদশা, অল্প মজুরির জন্য নিজের ছেলে মেয়ে, আত্মীয় দের কাজে নিয়ে  আসে না। এমনকি বহু বেকারি শ্রমিকরা কাজ ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে  বা চেষ্টা করছে।


 মালিকদের পুঁজি থাকলেও তারা মজুরি বাড়ায় না, বেকারি শিল্পে পুঁজি বিনিয়োগ করে না। মুনাফা লোভী  মালিকদের জন্য আজ বেকারি শিল্পে শ্রমিক স্বল্পতা দেখা গিয়েছে। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ শ্রমিক স্বল্পতার কারনে একের পর এক বেকারি বন্ধ হয়ে যাচ্ছে,  মাঝে মাঝে চলতি বেকারিও এক দুদিনের জন্য বন্ধ হয়ে যায়। উৎপাদনে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। মালিকরা একে ওপরের কারখানার শ্রমিকদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিছু অতি সেয়ানা মালিক তো  ২২ কেজি  মাথার( কেক, বিস্কুট  ক্ষেত্রে) হিসাব বাড়িয়ে ৩৬ কেজি করে দিয়ে শ্রমিকদের মজুরি ১০০ টাকা বাড়িয়ে, দীর্ঘদিনের শ্রমিকদের ধরে রাখার এবং অতিরিক্ত শোষণের ফন্দি চালু করেছে, কিছু মালিক শ্রমিকদের সুখ দুঃখে টাকা ধার দিয়ে শ্রমিক ধরে রাখার চেষ্টা করছে।


অথচ মালিকরা মজুরি না বাড়ানো ক্ষেত্রে দলবদ্ধ।

বেকারি ব্যাবসা নগদ টাকার ব্যবসা। সারা রাতে নগদ টাকা বেড়ে যায়। মালিকরা রাতে ময়দা দেখে  ঘুমাচ্ছে, সকালে তা পাউরুটি হয়ে যাচ্ছে, সকালবেলায় লাইনম্যানদের( বেকারির হকারদের) কাছে বিক্রি করেই হাতে নগদ পয়সা এসে যাচ্ছে। মালিকরা নগদ টাকার গন্ধে এতটাই মসগুল যে তারা কারাখানাগুলিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সেই নগদ থেকে  মজুরি বাড়াতে মালিকদের বুক কেঁপে ওঠে। শ্রমিকদের অভিযোগ মালিকদের লোভই বেকারি শিল্পকে শেষ করে দিচ্ছে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৬-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৬-১২-২০২৫ খ্রি:। আজকের শিরোনাম: আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ...