এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৯ মে, ২০২২

ডিজিটাল চাকরিদাতা

 ডিজিটাল চাকরিদাতা


এক বেকার লোক অনেকদিন ধরে চাকরি খুঁজছিল।

একদিন পত্রিকায় একটা চাকরির বিজ্ঞাপন দেখলো।

বেতন টেতন দেওয়া হবেনা,  শুধু তিন বেলা খেতে দেওয়া হবে। 

তবে শর্ত আছে,চাকরী প্রার্থির সাইকেল থাকতে হবে। 

লোকটা ভাবলো বেকার ই তো আছি,,,,, 

যাই গিয়ে দেখি কয়েকদিন খাওয়া দাওয়ার ব্যাবস্তা তো অন্তত হবে।

লোকটা সাইকেল নিয়ে চাকরীদাতার বাড়ি গেলো।

চাকরির দাতা আপনি চাকরি প্রার্থী?

প্রার্থীঃ হ্যা দয়া করে আমাকে দ্রুত আমার কাজ বুঝিয়ে দিন।

চাকরীদাতা ঃ এখানথেকে তিন কিলোমিটার দুরে মন্দিরে প্রতিদিন তিনবেলা খাবার বিতরণ করা হয়,,,

সেখানে তিনবেলা খাবার খেয়ে আসবেন,,, 

আর আসার সময় আমার জন্য নিয়ে আসবেন,,,,,,

কোন মন্তব্য নেই:

কেন ৬০ সেকেন্ডে মিনিট, ৬০ মিনিটে ঘণ্টাঃ

 ➡️ কেন ৬০ সেকেন্ডে মিনিট, ৬০ মিনিটে ঘণ্টাঃ   ➡️ কেন এক মিনিটকে ভাগ করে ৬০ সেকেন্ড ধরা হয়েছে, বা উল্টোভাবে বললে কেন ৬০ সেকেন্ড মিললে এক মিনি...