শরীফ থেকে শরীফা #ট্রান্স_ডিপোজিট???
ব্র্যাক ব্যাংকে ১৫০০ টাকা জমা দেবো।
মনে মনে ধরে নিলাম এটা ১৫,০০০/- টাকা। কেন?
কারণ, আমার মন বলছে, আমার ১৫০০ টাকাই হবে ১৫০০০ /- টাকার ট্রান্স ডিপোজিট।
তাই আমি ডিপোজিট স্লিপে লিখলাম১৫,০০০/- টাকা।
ক্যাশ অফিসারকে প্রথমে ১৫০০০/- টাকা অংকে ও কথায় লেখা সম্বলিত ডিপোজিট স্লিপ দিলাম। তিনি বললেন- স্যার প্লিজ টাকা দিন।
আমি কড় কড়ে তিনটি ৫০০ টাকার নোট দিলাম।
ক্যাশ অফিসার বললেন- স্যার আপনার ডিপোজিট স্লিপে লেখা ঠিক করে স্বাক্ষর করতে হবে।
আমি বললাম - কেন?
তিনি বললেন- এখানে ১৫০০০ টাকা লেখা আছে।
আমি বললাম- কত লিখতে হবে?
তিনি বললেন- স্যার, ১৫০০ টাকা।
আমি আবারো বললাম -কেন?
স্যার টাকার সাথে লেখার মিল নেই।
আমি বললাম - ক্যাশ অফিসার সাহেব আপনার ভুল হচ্ছে
তিনি বললাম - না, স্যার আপনার ভুল হচ্ছে
আমি বললাম- এটা হলো ট্রান্স ডিপোজিট
তিনি চোখ বড় বড় করে বললেন- সেটা আবার কি?
আমি বললাম- আমার মন বলছে " এই ১৫০০ /- টাকাই হলো ১৫,০০০/- টাকা
এটাকে বলে ট্রান্স ডিপোজিট
তিনি বললেন- সেটা আবার কি
আমি বললাম - শরীফ থেকে শরীফা হয় যেমন করে
তিনি বললেন- সেটা আবার কি?
আমি বললাম- শরীফ এর ডান পাশে "া " দিয়ে যেমন করে ট্রান্স জেন্ডার"শরীফা" হয় ঠিক তেমনি ১৫০০ এর পাশে আরেকটি "০" দিয়ে আমি ১৫,০০০/- টাকার ট্রান্স ডিপোজিট করেছি।
তিনি তাচ্ছ্যিলের সাথে প্রশ্ন করলেন- এই বাটপারি কোথায় শিখেছেন?
আমি আরো বেশি তাচ্ছ্যিলের সাথে জবাব দিলাম - আমার ছেলের " সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ে লেখা " শরীফ থেকে শরীফা " হওয়ার গল্প হতে শিখেছি
আমি চেঁচিয়ে বললাম- আরো যদি শিখতে চান,বাংলাদেশের ব্র্যাক ভার্সিটিতে ভর্তি হোন এবং ট্রান্সজেন্ডার হয়ে আসুন....
ক্যাশ অফিসার বোকার মতো চোখ বড় বড় করে আমার দিকে হা করে চেয়ে রইলেন ।
( এটা একটা রম্য লেখা)
ফেইসবুক থেকে নেওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন