এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

গাছের অণুখাদ্য (micro-nutritions):,,,,ফেইসবুক থেকে নেওয়া

 🌴গাছের অণুখাদ্য (micro-nutritions):

টবে সার প্রয়োগের ক্ষেত্রে কিছু মৌলিক ভুলের কারণে ফসলের উন্নত ফলন অসম্ভাব্য হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে সার প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। মনে রাখা উচিত ১ টা গাছের বেঁচে থাকতে ১৭ টা উপাদান প্রয়োজন হয়। তাই সুষম সার বা অনুখাদ্য ব্যবহার করা জরুরি।

 গাছে এই ১৭ টি উপাদানের যে কোন একটির অভাব থাকলে গাছ অল্প কিছু দিনের মধ্য আস্তে আস্তে দুর্বল  হয়ে যায় এবং বিভিন্ন রোগের সংক্রমণ শুরু হয়।

গাছের অনুখাদ্যর অভাবে বিভিন্ন সমস্যা হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে নিম্নলিখিত রয়েছেঃ


১. পাতা হলুদ হয়ে ঝড়ে পড়া, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে ।

২. ফুল-ফল ঝড়ে পড়া,

৩. ফলের সাইজ ছোট হয়ে যাওয়া,

৪. গাছের গ্রোথ থেমে যাওয়া ইত্যাদি।

৫. বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গের আক্রমন বেড়ে জায় ।

তাই প্রতিটা গাছে অনুখাদ্য ব্যবহার জরুরি।

গাছের জন্য প্রয়োজনীয় প্রতিটি উপাদান সঠিক অনুপাতে মিশিয়ে এই অণুখাদ্য তৈরী করা হয়। এটি প্রয়োগ করলে বাড়তি কোনো সার প্রয়োগ করার প্রয়োজন হয়  না। যা একবার ব্যবহার করলে আগামি ৪-৫ মাস আর কোন সার ব্যবহার করতে হবে না।


🎁 সাথে পাচ্ছেন ছাদ বাগান ও কৃষির নির্দেশনা মূলক গাইডলাইন বই সম্পূর্ণ ফ্রি ...।।


বিঃদ্রঃ গাছের টবের কিনারা বরাবর রাউন্ড করে নালা করে উপরে উল্লেখিত মাত্রায় প্রয়োগ করে মাটিতে ঢেকে দিতে হবে। ৪-৬ মাস পরপর


আপনার গাছ সুরক্ষিত রাখতে অর্ডার করুন আমাদের বিশেষ ভাবে তৈরিকৃত অনুখাদ্য।

অর্ডার করতে অর্ডার Ordar Now বাটনে ক্লিক করুন

 অথবা ফোন করুন

☎01862597475


কোন মন্তব্য নেই:

Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?

 ”Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?” অনেকেই Infinix ফোনকে শুধু "কমদামি" ফোন বলে অবহেলা করে, কিন্...