এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৮ জুলাই, ২০২৪

প্যালিনড্রোম (অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই!) 

 প্যালিনড্রোম (অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই!) 


(ক) বাংলায় প্যালিনড্রোম বাক্য :-

  সিমার মাসি

  বল খেলব

  বই চাইব

  ঘুরবে রঘু 

  নাম লেখালেম না 

  বিকল্প কবি

  তুমি কি মিতু ?

  মার কথা থাক রমা

  কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী   

  কাক কাঁদে কাঁক কা

  চেনা সে ছেলে বলেছে সে নাচে 

  তাল বনে নেব লতা 

  চার সের চা

  ঠাকুরদাদার কুঠা

  খা সমস্ত রুটি রুস্তম সখা

  না না কেনা না।

  না বললে লব না

  ওর মা আজ আমারও

  বিরহে রাধা নয়ন ধারা হেরবি

  থাক রবি কবির কথা

  মামাতো মামা

  কাকা তো কাকা

  রবীন দা দানবীর।


(খ) বাংলায় প্যালিনড্রোম নাম :-

  নিধুরাম রাধুনি

  সুবল লাল বসু

  রমা কান্ত কামার

  সদানন দাস

  রায়মণি ময়রা

  হারান রাহা  

  ইলু দলুই

  সুবর্ণা বসু

  সদাই দাস


(গ) বাংলায় প্যালিনড্রোম শব্দ :-

মরম, মলম, দরদ, জলজ, বনমানব, নবজীবন, সহিস, কালিকা, সরেস, তফাত, বাহবা, সন্ন্যাস, সন্ত্রাস, নরুন, তখত, কনক, নয়্ন, সরস, নিড়ানি, খামোখা, কালিকা, হুবহু, ইহাই, বলিব। 


(ঘ) বাংলাভাষায় সব থেকে বড় প্যালিনড্রোম হল :-

  চেনা সে ছেলে বলেছে সে নাচে !


(ঙ) আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম! জানেন কি কেউ কী সেই শব্দ ?

আদম প্রথম ইভকে introduce করেছিল এই বলে! !!

 MADAM IN EDEN I'M ADAM !


সংগ্রহ : Provat kumar Biswas

ফেইসবুক থেকে নেওয়া 

কোন মন্তব্য নেই:

Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?

 ”Infinix ব্যবহারকারী? এই ১০টি Pro Level ফিচার একবারও ব্যবহার করেছেন?” অনেকেই Infinix ফোনকে শুধু "কমদামি" ফোন বলে অবহেলা করে, কিন্...