এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মনিরুল ইসলাম স্যারের মেসেজ ১৫/০৭/২০২৪

 সকল ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কে বিশেষভাবে জানাচ্ছি নোট ঠিকমতো দিবেন।

যত ব্যস্তই থাকেন না কেন এট লিস্ট আধাঘন্টা পরে পরে নোট দিবেন। 

নোট দেওয়া নিয়ে কোন অজুহাত দিবেন না মার্কেটে আমিও কাজ করি আমিও নোট দেই ‌।

আপনাদের সাথে যখন মার্কেটে কাজ করতে যাই তখন আপনাদের থেকে বেশি কথা আমি দোকানদার ভাইদের সাথে বলি সে ক্ষেত্রেও আমি নোট দেই। 

আপনার মার্কেটে আপনার সাথে কাজ করি, আপনার দোকানদার ভাইদের সাথে কথা বলি, এবং যে সকল ভাইয়েরা আছে সবার সাথে কথা বলি অন্যান্য দোকানদার ভাইদের সাথে কথা বলি স্যারের সাথে কথা বলি ড্রাইভার এর সাথে কথা বলি। 

এরপরেও আমাকে নোট দিতে হয়।

নোট দেওয়া নিয়ে কোন ধরনের গাফিলতি চলবে না। 

আমি আবারও বলছি যদি কাউকে নোট দেওয়া নিয়ে অফিস থেকে ধরে এসবের দায়ভার আমি নিব না ‌

গতকালকে আমার মোবাইলে চার্জ ছিল না হঠাৎ করে চার্জ হয় নাই রাতে ফিরোজ ভাইয়ের সাথে মার্কেটে কাজ করেছি দোকানে দোকানে গিয়ে কথা বলেছি মোবাইল চার্জ করেছি নোটও দিয়েছি।। কোম্পানি তো আর দেখবে না কি সমস্যা। 

সুতরাং ভাই যারা নোট নিয়ে গাফিলতি করবেন এটার দায়ভার আপনাদেরকে দিতে হবে।

আজকের পর থেকে ২৯ টা নোটও যদি হয়, আপডেট করে এপসেন্ট হয়ে যাবেন। 

৩০ এর নিচে কোন নোট হবে না যদি এক দোকানে দুই ঘন্টা বসে থাকেন ১০ মিনিট পরে পরে নোট দিবেন কি করছেন কি বলছেন সেটা লিখে নোট দিবেন‌।

৩০ টা নিচে নোট হবে না। রাসেল স্যারের নির্দেশ ‌ যদি কারো কোন কিছু বলার থাকে স্যারের সাথে কথা বলেন।


আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন স্পেস টিমে যে সকল ভাইয়েরা আছে তাদেরকে ৩০ টা করে নোট দিতে হয় কোন ছাড় নাই। 

সে ক্ষেত্রে যদি আমাদের নোট চেক করে দেখে নোট কম পায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। 

ওরা যদি পারে, তাহলে আমরা কেন পারব না। 

আশা করি ঠিকমতো নোট দিবেন তাছাড়া নিজের সমস্যা নিজে বুঝবেন।


কোন মন্তব্য নেই:

টিউমারের হোমিও ঔষধ। টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা। 

 টিউমারের হোমিও ঔষধ। টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা।  টিউমারের কয়েকটি প্রধান ঔষধ হলোঃ Thuja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Cal...