#ছন্দে_বর্নে_এ_টু_জেড_হোমিওপ্যাথি
A for Arsenic-অস্হিরতা,দু্র্বলতায় থাকে মৃত্যুভয়।
আর্সেনিকে শুষ্ক কাশির হবে নিরাময়।
B for Bryonia-হইলে কারো নিউমোনিয়া, সারাতে লাগে ব্রায়োনিয়া।
C for Calendula-থেতলে যাওয়া রক্তপাতে, ক্যালেন্ডুলা লাগান তাতে।
D for Damiana-শুক্রানু কম হবে যখন, ডামিয়ানা খাবেন তখন।
E for...Echinacea-রক্ত বিশুদ্ধ করে ইমিউনিটি বাড়ায়।
ইচিনেশিয়ায় ভীষণ রকম চুলকানি পালায়।
F for Ferrum phos -ভীষন রকম ব্যথা থাকে আরও থাকে জ্বর জ্বর।
ফেরাম ফস কাজের তাতে দিতে হবে পর পর।
G for Glonoium-মাথা ব্যথার সাথে থাকে মানষিক চাপ।
গ্লোনুইন ব্যবহারে কমে রক্তচাপ।
H for Hydrasistis-কন্সট্রিপেশান লেগেই থাকে হজমে দুর্বলতা।
এমন হলে হাইড্রাসটিস উপযুক্ত তথা।
I for lgnesia-শোক দুংখে জীবন শেষ,
ইগ্নেশিয়া কাজের বেশ।
J for jaborandi-সারা মাস চুল পরে হয়ে যায় টাক।
জাবুরান্ডি চুল গজায় রোগীতো অবাক।
K for Kali phos-মানষিক চাপ আর ঘুম কম হয়।
কেলি ফস উপকারী ডাক্তারগুন কয়।
L for Lac can-গলা ব্যথা ডিপথেরিয়া বাতরোগে ক্ষতি।
ল্যাক ক্যান ব্যবহারে হয় তার গতি।
M for merc sol-ঠান্ডা গরম যায় হোক পরতে থাকে আম।
মার্কসল দিলে তাতে করে ভীষন কাম।
N for nux vom-প্রেমের রোগে বিমার হয় গ্যাসও ভীষন তার।
নাক্স ভমিকা এমন রোগীর শ্রেষ্ঠ উপহার।
O for Opium-ব্যথা বেদনা কিংবা নিদ্রাহীনতা যখন।
ওপিয়াম বার বার মনে পরে তখন।
P for Pulsatilla-বদহজম অম্বল বা পেটের কোন বিমার।
পালসিটিলা ব্যবহারে অসুখ সারে তাহার।
Q for Quassia-লিভারের দুর্বলতা, হজম শক্তি কম।
কোয়াসিয়া নিম্নশক্তি ব্যবহার হরদম।
R for Rhus tox-জয়েন্ট এবং পেশির ব্যথা আথ্রাইটিসের জ্বর।
রাসটক্স নিয়মিত দিতে হয় পরপর।
S for Silicea-হঠাৎ গলায় বিধে গেলে কোন মাছের কাটা।
হোমিও ঔষধ সাইলিসিয়া খাওয়াতে হয় যেটা।
T for Titanium-দীর্ঘদিনের ক্লান্তি মানষিক চাপে।
পুরুষের অতিক্ষয়ে টাইটেনিয়াম দিবে।
U for Urtica urens-কোন স্হানে পুরে গেলে জ্বালাপোড়া হয়।
আর্টিকা ইউরেন্স লাগিয়ে দিন হবে নিরাময়।
V for Vesicaria-মূত্রনালীর সংক্রমন কম হোক বা বেশি।
ভেসিকেরিয়া মাথার ভেতর বারে বারে আসে।
W for WYethia-শুষ্ক কাশিঁ, বাতের ব্যথা
ওয়ায়েথিয়া প্রয়োগ সেথা।
X for Xanthoxylum-সায়েটিকা,টিউমার আর ঋতুস্রাবে কস্ট।
জান্হ্যাজাইলাম শুরু করুন হবেনা সময় নষ্ট।
Y for yohimbinum-যৌবনের শুরুতে যৌন অত্যাচারে।
ধ্বজভঙ্গ হয়ে গেলে ওহিম্বিনামে সারে।
Z for Zincum Met-শ্বেতপ্রদর, একজিমা, জন্ডিস বা অশ্বে।
দিনে দিনে বিলীন হবে জিনকাম মেটের স্পর্শে।
Dr.Forhad Hossain
মন চাইলে যে কেউ কপি করতে পারেন
(#ছন্দে_বর্নে_এ_টু_জেড_হোমিওপ্যাথি লিখতে অনেকেই সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ)
জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টামাত্র। প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।
💫Dr.Md.Forhad Hossain
D.H.M.S(B.H.B),DHAKA
Pdt(Hom)
Consultant:Homoeopathic Medicine
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন