এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ছন্দে_বর্নে_এ_টু_জেড_হোমিওপ্যাথি লিখতে অনেকেই সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ

 #ছন্দে_বর্নে_এ_টু_জেড_হোমিওপ্যাথি 


A for Arsenic-অস্হিরতা,দু্র্বলতায় থাকে মৃত্যুভয়।

আর্সেনিকে শুষ্ক কাশির হবে নিরাময়।


B for Bryonia-হইলে কারো নিউমোনিয়া, সারাতে লাগে ব্রায়োনিয়া।


C for Calendula-থেতলে যাওয়া রক্তপাতে, ক্যালেন্ডুলা লাগান তাতে।


D for Damiana-শুক্রানু কম হবে যখন, ডামিয়ানা খাবেন তখন।


E for...Echinacea-রক্ত বিশুদ্ধ করে ইমিউনিটি বাড়ায়।

ইচিনেশিয়ায় ভীষণ রকম চুলকানি পালায়। 


F for Ferrum phos -ভীষন রকম ব্যথা থাকে আরও থাকে জ্বর জ্বর।

ফেরাম ফস কাজের তাতে দিতে হবে পর পর।


G for Glonoium-মাথা ব্যথার সাথে থাকে  মানষিক চাপ।

গ্লোনুইন ব্যবহারে কমে রক্তচাপ। 


H  for Hydrasistis-কন্সট্রিপেশান লেগেই থাকে হজমে দুর্বলতা।

এমন হলে হাইড্রাসটিস উপযুক্ত তথা।


I for lgnesia-শোক দুংখে জীবন শেষ,

ইগ্নেশিয়া কাজের বেশ।


J for jaborandi-সারা মাস চুল পরে হয়ে যায় টাক।

জাবুরান্ডি চুল গজায় রোগীতো অবাক।


K for Kali phos-মানষিক চাপ আর ঘুম কম হয়।

কেলি ফস উপকারী ডাক্তারগুন কয়।


L for  Lac can-গলা ব্যথা ডিপথেরিয়া বাতরোগে ক্ষতি।

ল্যাক ক্যান ব্যবহারে হয় তার গতি।


M for merc sol-ঠান্ডা গরম যায় হোক পরতে থাকে আম।

মার্কসল দিলে তাতে করে ভীষন কাম।


N for nux vom-প্রেমের রোগে বিমার হয় গ্যাসও ভীষন তার।

নাক্স ভমিকা এমন রোগীর শ্রেষ্ঠ উপহার।


O for Opium-ব্যথা বেদনা কিংবা নিদ্রাহীনতা যখন।

ওপিয়াম বার বার মনে পরে তখন।


P for  Pulsatilla-বদহজম অম্বল বা পেটের কোন বিমার।

পালসিটিলা ব্যবহারে অসুখ সারে তাহার।


Q for Quassia-লিভারের দুর্বলতা, হজম শক্তি কম।

কোয়াসিয়া নিম্নশক্তি ব্যবহার হরদম।


R for Rhus tox-জয়েন্ট এবং পেশির ব্যথা আথ্রাইটিসের জ্বর।

রাসটক্স নিয়মিত দিতে হয় পরপর।


S for Silicea-হঠাৎ গলায় বিধে গেলে কোন মাছের কাটা।

হোমিও ঔষধ সাইলিসিয়া খাওয়াতে হয় যেটা।


T for Titanium-দীর্ঘদিনের ক্লান্তি মানষিক চাপে।

পুরুষের অতিক্ষয়ে টাইটেনিয়াম দিবে।


U for  Urtica urens-কোন স্হানে পুরে গেলে জ্বালাপোড়া হয়।

আর্টিকা ইউরেন্স লাগিয়ে দিন হবে নিরাময়।


V for Vesicaria-মূত্রনালীর সংক্রমন কম হোক বা বেশি।

ভেসিকেরিয়া মাথার ভেতর বারে বারে আসে।


W for WYethia-শুষ্ক কাশিঁ, বাতের ব্যথা

ওয়ায়েথিয়া প্রয়োগ সেথা।


X for Xanthoxylum-সায়েটিকা,টিউমার আর ঋতুস্রাবে কস্ট।

জান্হ্যাজাইলাম শুরু করুন হবেনা সময় নষ্ট।


Y for yohimbinum-যৌবনের শুরুতে যৌন অত্যাচারে।

ধ্বজভঙ্গ হয়ে গেলে ওহিম্বিনামে সারে।


Z for Zincum Met-শ্বেতপ্রদর, একজিমা, জন্ডিস বা অশ্বে।

দিনে দিনে বিলীন হবে জিনকাম মেটের স্পর্শে।

Dr.Forhad Hossain 


মন চাইলে যে কেউ কপি করতে পারেন

(#ছন্দে_বর্নে_এ_টু_জেড_হোমিওপ্যাথি লিখতে অনেকেই সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ) 


জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টামাত্র। প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। 


 💫Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine

কোন মন্তব্য নেই:

কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন, তখন বেচারার সমস্যা ছিল এই যে মোল্লারা তাঁকে ডাকতেন কাফের, এবং হিন্দুরা বলতো যবন। যেহেতু তিনি বিলেত ফেরত ছিলেন না, তাই বিদ্বানরা তাঁর প্রাতিষ্ঠানিক পড়ালেখার দৌড় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো। 

 কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন, তখন বেচারার সমস্যা ছিল এই যে মোল্লারা তাঁকে ডাকতেন কাফের, এবং হিন্দুরা বলতো যবন। যেহেতু তিনি বিলেত ফেরত ছ...