🍁🍁🍁ঘরে রাখুন এই ১০টি জাদুকরী হোমিও ঔষধ –
হঠাৎ অসুস্থতায় হবে আপনার প্রথম সহায়তা!
আজকাল ছোটখাটো অসুস্থতা মুহূর্তেই হয়ে যায়—
ঠান্ডা লাগা ❄️, হঠাৎ জ্বর, আঘাত বা গ্যাস্ট্রিক ~
তাই নিজের ফ্যামিলি ও প্রিয়জনদের জন্য রাখুন এই ১০টি বেস্ট হোমিও রেমেডি :
🌿Aconite – হঠাৎ ঠান্ডা লাগা বা জ্বরের শুরুর সেরা ওষুধ।
✨ 2️⃣ Belladonna – হঠাৎ তীব্র জ্বর, লালচে গরম মুখ।
✨ 3️⃣ Arnica – আঘাত, পড়ে যাওয়া, ব্যথা ও ফোলায় ম্যাজিক রেমেডি।
✨ 4️⃣ Nux Vomica – গ্যাস্ট্রিক, টেনশন, অতিরিক্ত খাওয়া থেকে রক্ষা।
✨ 5️⃣ Rhus Tox – জয়েন্ট ব্যথা, মচকানো বা ভেজা আবহাওয়ায় ব্যথা।
✨ 6️⃣ Bryonia – শুকনো কাশি, বুক ব্যথা বা শরীর ব্যথা কমাতে।
✨ 7️⃣ Sulphur – ত্বকের চুলকানি, একজিমা ও লালচে ফুসকুড়িতে।
✨ 8️⃣ Pulsatilla – সর্দি-কাশি, ঠান্ডা ও হরমোনজনিত সমস্যায়।
✨ 9️⃣ Hepar Sulph – ফোঁড়া বা পুঁজ হওয়ার প্রবণতায় দ্রুত উপকারী।
✨ 🔟 Calendula – কাটাছেঁড়া, ক্ষত বা পুড়লে ক্ষত শুকাতে সেরা।
🪴Tip: এগুলো ঘরে রাখলেই ছোটখাটো সমস্যায় তাত্ক্ষণিক সাপোর্ট মিলবে।
কিন্তু মাত্রা ও ব্যবহার ডাক্তারি পরামর্শ ছাড়া করবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন