Calcarea carb/ক্যালকেরিয়া কার্ব -Flair Fatty Flaby
কম- ✍🏻✍🏻
১) দেরিতে হাঁটতে শেখে
২) শরীরে ক্যালসিয়াম কম থাকে। হারে পুষ্টি কম।
৩) সাহস কম।
৪) দাঁত দেরিতে গজায়।
৫) রিকেট বা রক্তাল্পতা দেখা যায়।
৬) ক্ষয়প্রবণতা এবং টিউবারকিউলোসিস
৭) মনোযোগ কম আগ্রহ কম স্মৃতিশক্তি কম
৮) গতি কম। একটুখানি কাজ করবে আবার বসে পড়বে, রেস্ট নেবে।
৯) খরচ করবে কম।
১০) সূর্যের তাপ সহ্য হয় কম
১১) স্নানে আগ্রহ কম।
বেশি - ✍🏻✍🏻
১) মেজাজ বেশি একগুয়ে বেশি
২) পেট বড় পা ঠান্ডা
৩) মাথার পিছন দিক ঘামে বেশি
৪) খিটখিটে মেজাজ
৫) গলার গ্ল্যান্ড ফুল
৬) ক্ষয় বেশি
৭) নিরাপত্তাহীনতাবে বেশি
৮) ধার্মিক বেশি
৯) চিন্তা করে বেশি
১০) লবণ মাটি দুধ খেলে পেটের সমস্যা বাড়ে
১১) মাসিক বেশি ঘনঘন বেশি পরিমাণে হয়
১২) খুব ভীতু প্রকৃতির
১৩) শরীর ঢিলে ঢালা প্রকৃতির
১৪)****পায়খানা কষা হলে বেশি সুস্থ বোধ করে।*****
১৫) লবণ পছন্দ করে, মাটি খায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন