২ টাকার লাউ গাছ,,
বাজার থেকে ১০ টাকায় ২০ টা বীজ কিনছিলাম,তার থেকে ২ টা গাছ রোপণ করছিলাম।
আজ সেই গাছ গুলোর রাজত্বে ছাদের কিছু অংশ ওদের দখলে,বাজার মূল্য হিসেবে কম হলেও ১০০ টাকার সাক কাটলাম সকালে।
আর মনের আনন্দ তো কোটি টাকার সমান অনুভব হয়,মজার বিষয় হচ্ছে গাছ গুলো কোন রকম মাটি আর পরিচর্যা ছাড়া বড়ো হইছে আলহামদুলিল্লাহ।
মাটি ছাড়া কিভাবে হয় সেটা এখন সকলের মনে প্রশ্ন তাই না,
ছাদের সব ময়লা আর পাতা সব জরো করে ড্রাম ভর্তি করে রাখছিলাম আর সেখানে গাছ রোপণ।
ময়লা পরিষ্কার হলো আবার জৈব সার ও হলো সব শেষে ফ্রী সাক ও খাওয়া হলো।
![]() |
ফেইসবুক থেকে নেওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন