এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আদা চাষ,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ✅ ফসলের নাম: আদা

✅ জাত এর নামঃ বারি আদা-২


✅ জাত এর বৈশিষ্টঃ


১। এ জাতের জীবনকাল ৩০০-৩১৫ দিন।

২। গাছের গড় উচ্চতা ৯০.৪৯-৮৮.৪০ সে.মি ।

৩। গড় পাতার সংখ্যা ৫০২.৮৪-৪৯৫টি ।

৪। গড় কুশির সংখ্যা ৩০.৮৪-২৯ট...

৫। গড় প্রাইমারী রাইজোমের ওজন ৬৯.৯০-৬৬.৫০ গ্রাম ।

৬। গড় সেকেন্ডারী রাইজোমের ওজন ৫৫৬.৫৪-৫৫০.২০ গ্রাম ।

৭। জাতটির হেক্টর প্রতি ৩৭.৯৯ টন পর্যন্ত ফলন হয় ।

৮। জাতটি কান্ড পঁচা রোগ সহনশীল ।


✅ চাষাবাদ পদ্ধতিঃ


১ । বপনের সময় : মধ্য এপ্রিল থেকে মধ্য মে

২ । মাড়াইয়ের সময় : জানুয়ারী - ফেব্রুয়ারী

৩ । সার ব্যবস্থাপনা : জমি চাষের সময় গোবর, টিএসপি, অর্ধেক এমপি, জিপসাম এবং জিংক মাটির সাথে মিশিয়ে দিতে হবে। অর্ধেক ইউরিয়া আদা রোপনের ৫০ দিন পর জমিতে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া ও এমপি সমানভাগে দুই কিস্তিতে রোপনের যথাক্রমে ৮০ ও ১১০ দিন পর জমিতে পার্শ্ব প্রয়োগ করতে হবে। এই সময় গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে।


আদা বীজ পাওয়া যাচ্ছে সানাফ হাইটেক এগ্রো নার্সারিতে। 


সার্বিক যোগাযোগ:

সানাফ হাইটেক এগ্রো 

কাঠালবাড়ি বাজার 

কুড়িগ্রাম। 

01797-791443

01733-297882


কোন মন্তব্য নেই:

ইন্দিরা রোড: নামের আড়ালের গল্প, পুরনো দিনের স্মৃতি আর আজকের ইন্দিরা রোড,,,,,ঢাকার গণপরিবহন ফেইসবুক থেকে নেওয়া

 ইন্দিরা রোড: নামের আড়ালের গল্প, পুরনো দিনের স্মৃতি আর আজকের ইন্দিরা রোড ঢাকার ব্যস্ততার এক কেন্দ্র ফার্মগেটের পাশ ঘেঁষে যে রাস্তাটা শহুরে জ...