এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩ মার্চ, ২০২৫

কন্ঠ শিল্পী "আগুন

 কন্ঠ শিল্পী "আগুন"

---------------------------------------------------

তার পুরো নাম খান আসিফুর রহমান। ডাক নাম আগুন। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা। 


তবে সবকিছুকে ছাপিয়ে তার বড় পরিচয় তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ, চিত্রপরিচালক ও অভিনেতা খান আতাউর রহমানের ছেলে।


আশির দশক থেকে বর্তমান পর্যন্ত দেশের সঙ্গীতাঙ্গনে যে ক’জন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রয়েছেন আগুন তাদের মধ্যে অন্যতম।


সঙ্গীত, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনাসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ পদচারণা।


এ পর্যন্ত তিনি প্রায় ৪ হাজারেরও বেশি গান করেছেন এবং অভিনয় করেছেন বেশকিছু চলচ্চিত্র ও নাটকে। 


ছোটবেলা থেকেই 'সাডেন' নামের একটি ব্যান্ডদলের হয়ে গান বাজনার ভুবনে পা রাখেন তিনি। 


তবে ১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির গানের মধ্য দিয়ে তার জয়ধ্বনি সর্বত্র বেজে ওঠে। 


১৯৯৭ সালে তার বাবা খান আতা পরিচালিত 'এখনও অনেক রাত' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। যদিও চলচ্চিত্রের পর্দায় তাকে খুব বেশি দেখা যায়নি। 


সর্বশেষ তিনি হুমায়ুন আহমেদের 'ঘেঁটুপুত্র কমলা' ছবিতে চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।


আগুনের দুই ছেলে মিছিল ও মশাল। বড় ছেলের বয়স ১৮ বছর আর ছোট ছেলের বয়স ৮। বাবার মতো দুই ছেলেও গান ভীষণ পছন্দ করে।


আগুনের মা প্রখ্যাত সঙ্গীতশিল্পী নিলুফার ইয়াসমিন। 


৯ ফেব্রুয়ারি দেশের নন্দিত কন্ঠশিল্পী আগুনের জন্মদিন ছিলো। তার জন্য রইল শুভ কামনা।

কোন মন্তব্য নেই:

এই ২০ টি এক্সেল ফর্মুলা সবার আগে শেখা উচিত।

 এক্সেলে নতুন হলে চাকরি, অফিস কিংবা ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে যেতে চাইলে এই ২০ টি এক্সেল ফর্মুলা সবার আগে শেখা উচিত। এই ফর্মুলাগুলো জানলে এক্সেল...