এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৩ মে, ২০২৫

ভাইরালের যুগে শিক্ষক হয়ে আছি মহাবিপদে।

 ভাইরালের যুগে শিক্ষক হয়ে আছি মহাবিপদে।

শিক্ষকতা করার কারণে ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে কিছু শব্দ একটু বেশি বলতে হয়।

যেমন ধরেন:—


🛎️ ছাত্ররা বেশি এলোমেলো করলে কিংবা ক্লাসে বসতে দেরি করলে বলতে হয়, "বসেন বসেন"

দুইবার "বসেন বসেন" বললেই তাহেরীর কথা মনে পড়ে যায়। ছাত্ররাও থাকিয়ে মুচকি হাসি দেয়! 🙂


🛎️ ক্লাসে কিছু বয়স্ক ছাত্র থাকে, এদেরকে আমি মাঝে মধ্যে "মুরুব্বী" বলে ডাক দেই। কিন্তু এখন মুরুব্বী বলতে গেলেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজে, "মুরুব্বী মুরুব্বী উহু উহু উহু"


🛎️ বছরের শুরুতে নতুন অনেক ছাত্র গ্রাম থেকে আসার কারণে না বুঝে অনেক ভুল করে বসে, যদি ডাক দিয়ে বলি— এটা করলে কেন? ডান বাম থেকে আওয়াজ শোনা যায় "নতুন নতুন" বুজ্জেনা বুজ্জেনা।


🛎️ অনেক সময় ক্লাসে বসে ছাত্ররা দুষ্টামি করে, তাই মাঝে মধ্যে তাদেরকে ধমক দেয়ার জন্য বলতে হয়, "ওই কীরে..."কিন্তু এখন বলতে গেলে নিঃশব্দ ব্যাকগ্রাউন্ড সাউন্ড কানে বেজে ওঠে," ওই কীরে ! ওই কীরে! মধু মধু, আগুন আগুন, রসমালাই রসমালাই !

(কপি)

কোন মন্তব্য নেই:

হাতের খোসা ওঠা♦️ (Peeling of skin on hands) হলে সাধারণত যে  হোমিওপ্যাথিক ওষুধগুলো  উপসর্গ

 ♦️হাতের খোসা ওঠা♦️ (Peeling of skin on hands) হলে সাধারণত যে  হোমিওপ্যাথিক ওষুধগুলো  উপসর্গ অনুযায়ী ব্যবহার করা হয়: ✅ *১. Graphites*   - ত্...