এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বৃষ্টি দেখলে কেন এত শান্তি লাগে?" — বিজ্ঞান এর পেছনে আছে!

 "বৃষ্টি দেখলে কেন এত শান্তি লাগে?" — বিজ্ঞান এর পেছনে আছে!


বৃষ্টি দেখলে বা তার শব্দ শুনলে মনে হয় সব টেনশন যেন গলে যাচ্ছে। এটা শুধু কল্পনা নয়, বরং এর পেছনে কাজ করে সাইকোলজিক্যাল ও নিউরোসায়েন্টিফিক প্রক্রিয়া।


বৃষ্টির সেই টুপটাপ শব্দ আসলে এক ধরনের white noise, যা আমাদের মস্তিষ্কে alpha (α) ও theta (θ) brainwaves তৈরি করে — ঠিক যেভাবে মেডিটেশন বা গভীর ঘুমের সময় হয়। এর ফলে আমাদের ব্রেইন শান্ত হয়ে যায়, স্ট্রেস হরমোন cortisol এর মাত্রা কমে, আর মন হয় হালকা। 

আর সেই মাটি ভেজার পর যেই মিষ্টি গন্ধটা পাওয়া যায়, যার নাম Petrichor — সেটাও শুধু গন্ধ না, এটা মস্তিষ্কে পুরোনো, সুখের স্মৃতিকে জাগিয়ে তোলে। এই গন্ধ তৈরি হয় actinobacteria নামক একধরনের ব্যাকটেরিয়া থেকে, যা বৃষ্টির পানিতে ভিজে গিয়ে বাতাসে ছড়িয়ে পড়ে।


এই কারণেই বৃষ্টি শুধু চোখের আর কানের শান্তি না — এটা একধরনের প্রাকৃতিক থেরাপি। মন ভালো করতে ও মস্তিষ্ককে রিফ্রেশ করতে এর জুড়ি নেই।


তাই যখনই আকাশ ভিজে নামে, একটু থেমে শুনো আর দেখো — প্রকৃতি তোমাকে শান্ত হওয়ার বৈজ্ঞানিক সুযোগ দিচ্ছে!


#source: Nature Journal


#অপ্রকাশিতদিনলিপি

কোন মন্তব্য নেই:

টিউমারের হোমিও ঔষধ। টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা। 

 টিউমারের হোমিও ঔষধ। টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা।  টিউমারের কয়েকটি প্রধান ঔষধ হলোঃ Thuja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Cal...