🔸🪴 অ্যাকিউট ডিজিজ এর চিকিৎসা করার জন্য কিছু পিকিউলিয়ার সিমপটমস জেনে রাখুন-----
★ ঝরনা বা পাহাড়ী নদীতে যখন জল কল কল করে উপর থেকে নিচে নামে, তা দেখে মাথা ঘুরে যায় ----ফেরাম মেটালিকাম,
★ মেয়েদের ঋতুস্রাব এত কম যে মাত্র এক বা দুই ঘণ্টা স্থায়ী হয়, তার বেশী আর হয় না----ইউফ্রেশিয়া ,
★ মেয়েদের প্রিয়ড হওয়ার নির্দিষ্ট তারিখে ---প্রিয়ড হয় না, কিন্তু ঠিক সেই দিনগুলিতেই ----প্রচুর সাদা স্রাব বা লিউকোরিয়া হয়----- ককুলাস ইন্ডিকা,
★ প্রিয়ডের তারিখগুলিতে প্রিয়ড হয় না , কিন্তু ঠিক সেই সময় প্রচন্ড মাথা যন্ত্রণা হয়----- গ্লোনয়িন ,
★প্রত্যেকবার কাশির ধমক শেষ হলে এক টুকরো দূর্গন্ধ কফ মুখের ভেতর থেকে ঠিকরে বাইরে পড়ে ---- ক্যাপসিকাম ,
★ মাথার চুল গায়ে গায়ে বড্ড জড়িয়ে যায়, যাকে বলে চুলে জট পড়ে --- বোরাক্স,
★ খাবার দাবারের গন্ধ একেবারেই সহ্য হচছে না, যে কোন রান্না করা খাবার দেখলেই বমি আসছে, ----ককুলাস ইন্ডিকা,
★ দাঁড়িয়ে প্রস্রাব করলে ঠিক মতন প্রস্রাব করতে পারে, বসে করতেই পারে না -- অসুবিধা হয় ----- সার্সাপেরিলা৷,
★ পেট ব্যথার সময় মনে হয় পেটের সামনের দিক থেকে একটা দড়ি বা বেল্ট দিয়ে পেটটাকে যেন পিছন দিকে ভার্টিব্রাল কালামের সাথে টাইট করে কেউ বেঁধে রেখেছে -----প্লাম্বাম মেটালিকাম ,
★ হার্টে মনে হয় শক্ত লোহার তার দিয়ে টাইট করে পিছন দিকে বেঁধে রেখেছে ---- ক্যাকটাস,
★ নতুন বিবাহিতা মহিলাদের প্রস্রাবের রোগ, প্রস্রাব আটকে যাচ্ছে , সাথে জ্বালা ও ব্যথা --- স্টাফিসেগ্রিয়া,
★ সামনা সামনি বসলেও চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অন্য দিকে তাকিয়ে অাড় চোখে কথা বলে----- স্টাফিসেগ্রিয়া ,
কলেরা টি বি, ক্যান্সার, এসব বড় বড় অসুখের বড্ড ভয় ---- নাইট্রিক অ্যাসিড,
★ টিন এজের ছেলেরা রাত দিন একা থাকতে চায়, বাইরে বেরুতে চায় না, বদ্ধ ঘরের মধ্যে থেকে শুধু হস্তমৈথুন করার ইচ্ছা------ বিউফো রানা,
★ প্রত্যেকবার মাসিকের সময় গলায় ব্যথা হবেই হবে ----ম্যাগ কার্ব, ল্যাক ক্যানাইনাম,
★ প্রত্যেকবার মাসিকের সময় পাতলা পায়খানা হবেই হবে ------এ্যামন কার্ব, বোভিষ্টা, ভিরেট্রাম এ্যালবাম, পালসেটিলা,
★ প্রত্যেকবার মাসিকের সময় পায়খানা খুব শক্ত হয়ে যায় ----সাইলিসিয়া
★ প্রত্যেকবার মাসিকের আগে বা পরে মুখে ব্রণ বের হয় --কোনিয়াম, ডালকামারা৷
চলবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন